২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যাবসায়ী নিহত

-

গাজীপুরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম নুরুল হক (২৫)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজপালন গ্রামের আন্জু মিয়ার ছেলে। সোমবার ভোরে মহানগরের কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান জানান, গোপন সংবাদে জানতে পারি টেকনাফ থেকে একটি মাদকের চালান আসছে। সে অনুযায়ী আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী (তেতুইবাড়ী) এলাকায় যানবাহনে তল্লাশি করি। মাদক বহনকারী ট্রাকটিকে সিগন্যাল দিলে ট্রাকটি তা না মেনে চলে যাওয়ার চেষ্টা করে। পরে ওই ট্রাকের পিছু নিলে আমাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। অপর একজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করেছে। নিহত ব্যক্তি কক্সবাজারের কুখ্যাত মাদক ব্যবসায়ী নুরুল হক বলে নিশ্চিত হওয়া গেছে।

গুলি বিনিময়ের ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান।


আরো সংবাদ



premium cement