২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


টাঙ্গাইলে আরো ১৬ জন করোনায় আক্রান্ত

-

টাঙ্গাইলে নতুন করে আরো ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোমবার পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮১ জনে।

এ দিন আরো ১৪৮ জনের নমুনা পরীক্ষায় জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের। আর সুস্থ হয়েছেন ৪৬ জন। জেলায় বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩১ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, সোমবার ১৬ জনের রিপোর্ট পজেটিভ আসে। তাদের মধ্যে নাগরপুরে তিনজন, মধুপুরে দুইজন, ধনবাড়িতে তিনজন, বাসাইলে একজন, ঘাটাইলে চারজন, কালিহাতীতে দুইজন এবং টাঙ্গাইল সদর উপজেলায় দুইজন। আক্রান্তদের বসবাসের জায়গা লকডাউন করাসহ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। দ্রুত চিকিৎসার আওতায় নিয়ে আসা হচ্ছে তাদের।

এ পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় আক্রান্তদের মধ্যে মির্জাপুরে সর্বোচ্চ ৩২ জন, গোপালপুরে ১১ জন, ভূঞাপুরে নয়জন, ঘাটাইলে ১৪ জন, নাগরপুরে ২৪ জন, সখীপুরে আটজন, মধুপুরে ১৭ জন, দেলদুয়ারে ২৩ জন, ধনবাড়ীতে ১৪ জন, কালিহাতীতে ১২ জন, সদর উপজেলায় ১৪ জন ও বাসাইলে তিনজন।


আরো সংবাদ



premium cement