২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ই রা নে র রূ প ক থা

দুঃসাহসী দুই কিশোর

-

(গত দিনের পর)

বেন্টকে চোখ মেলতে দেখে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ছোট বাচ্চারা! এত রাতে তোমরা বাইরে কেন? কে তোমরা?
বেন্ট নিজেদের পরিচয় দেয়ার আগেই ভদ্রলোক ওর দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, তুমি কী বেন্টÑ বেন্ট হলম?
বেন্ট বলল, জি স্যার, বেন্ট হলম।
: সাতাশ নম্বর ব্রুনস স্ট্রিটে থাক?
: হ্যাঁ, বাবা-মায়ের সাথে সাতাশ নম্বর ব্রুনস স্ট্রিটে থাকি।
ঝটপট জবাব দিলো বেন্ট। কিন্তু একটা কথা বেন্ট বুঝতে পারছে না, অপরিচিত এ ভদ্রলোক বেন্টের নাম ঠিকানা বললেন কেমন করে?
ভদ্রলোক বললেন, দেখেই বুঝতে পেরেছিলাম তুমি বেন্ট। চিন্তা নেই, গাড়িতে উঠে বস। তোমাকে বাড়িতে পৌঁছে দেবো।
বেন্ট বলল, শুধু আমাকে নিয়ে গেলে তো হবে না। উলাভও যাবে আমার সাথে।
: সমস্যা নেই। পেছনে তিনজনার বসার জন্য জায়গা আছে। ঝটপট উঠে পড়।
খুব দরদভরা কণ্ঠেই ভদ্রলোক কথাগুলো বললেন। ওরা গাড়িতে উঠে বসলে তিনি গাড়ি ছেড়ে দিলেন। তারপর বললেন, ব্রুনস স্ট্রিটে যেতে আমার অবশ্য একটু সময় লাগবে। কারণ পথে আমি আরেকজন রোগীকে দেখে যাবো। (চলবে)


আরো সংবাদ



premium cement