০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


জা না-অজানা

সূর্যের আলোর সাত রঙ

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো জানো, আমাদের কাছে সূর্যের আলোর রঙ সাদা মনে হয়। আসলে আমাদের এ দেখা ও ধারণা ভুল। সূর্যের আলো সাতটি রঙের মিলন! আমরা যদি একটি প্রিজম (ত্রিভুজ আকৃতির স্বচ্ছ কাচ) নিয়ে সূর্যের আলোকের সামনে ধরি, তবে দেখতে পাবো বিপরীত দিকের দেয়ালে পরপর সাতটি রঙ পড়েছে। প্রিজমের মধ্যে ঢুকে তা থেকে বেরিয়ে আসার সময় এক-এক রঙের আলো এক-একভাবে বেঁকে যায়। ফলে সবগুলো আলো আলাদা আলাদা হয়ে দেখা দেয়।
সূর্যের আলোর সাতটি রঙ হচ্ছেÑ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। সংক্ষেপে বেনীআসহকলা। এবার ছবি দেখো।


আরো সংবাদ



premium cement