০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


জা পা নে র রূ প ক থা

বুড়ো বানরটি

-

(গত দিনের পর)

বুড়ো হওয়ার এই এক জ্বালা। কোনো কাজেই আসে না আর। এত কালের পোষা বানর আমার!
স্ত্রীর মন খারাপ হলে হবে কি। মানকিম্যানের একই কথা। যে বানর আয়রোজগার করতে পারে না, তারে পুষে কী লাভ? তার চেয়ে বরং বিক্রি করে দিলে ঝামেলা যাবে, পয়সাও আসবে কিছু।
দু’জনের এসব কথাবার্তা সব শুনল বানরটি। বনের প্রাণী সে। মানুষের মুখের কথা ঠিকই বোঝে। শুধু বলতে পারে না। বানরটিও বুঝে নিলো দু’জনের কথা। বুঝে নিলো, তার আশু পরিণতির কথা। মনে বড় দুঃখ পেল সে। বুক ফেটে কান্না এলো তার। সারাটা জীবন সে মনিবের খেদমত করল। নেচে, গেয়ে, খেলা দেখিয়ে আয়রোজগার করে খাওয়াল। আজ এই তার ফল! এই তার প্রাপ্তি? তাকে কিনা এখন বিক্রি করে দেবে। তা-ও এক কসাইয়ের কাছে! (চলবে)

 


আরো সংবাদ



premium cement