০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


জা না-অজানা

বৈদ্যুতিক তারে রবারজাতীয় পদার্থের প্রলেপ থাকে কেন

-

ছোট্ট বন্ধুরা,

তোমরা নিশ্চয়ই বৈদ্যুতিক তার চেনো, তাই না? এ তারে রবারজাতীয় পদার্থের প্রলেপ থাকে। বলতে পারো কেন থাকে? খোলা তারে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এর স্পর্শে বিপদ ঘটার আশঙ্কা থাকে। এ কারণেই রবার বা রবারজাতীয় পদার্থ ব্যবহার করে বৈদ্যুতিক তার ঢেকে দেয়া হয়। তারে ব্যবহার করা পদার্থ বিদ্যুৎ অপরিবাহী। বড় হয়ে তোমরা এ বিষয়ে আরো বেশি জানবে।
এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।

 


আরো সংবাদ



premium cement