০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


উ গা ন্ডা র রূ প ক থা অ ব ল ম্ব নে

ছাগল রাজার কাহিনী

-

(গত দিনের পর)

চার দিকে নির্বাচনী হাওয়া। অবশেষে একদিন ঠিকই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার বনের সবাই মিলে ‘মেলোডি’ নামের এক বিড়ালকে ভোট দেয়। রাজা হয়ে যায় মেলোডি নামের এক হুলো বিড়ালছানা। নির্বাচনে বিড়াল মেলোডির কাছে হেরে যায় ছাগল ইগোধবি।
আর এতেই বাধে গোল। সমস্যা তৈরি হয়ে যায় বনে। কারণ, ইগোধবি এ ভোটের ফলাফল মেনে নিলো না। ক্ষমতা ছাড়তে রাজি নয় সে। ইগোধবি বলে, সামান্য ওই পুঁচকে বিড়ালের কাছে কিনা ক্ষমতা ছেড়ে দেবো! উঁহু, কিছুতেই না। ঘাড় কাত করে গদিতে বসে রইলেন ছাগল রাজা ইগোধবি। তিনি বললেন, একবার যে রাজা হয়, সে আজীবনই রাজা থাকে। তাকে ক্ষমতা থেকে নামানো যায় না, এটাই নিয়ম।
তাই ইগোধবি ঘোষণা করলেন, এ নির্বাচন আমি মানি না। বনের রাজা আমিই। অন্য কেউ এই বনরাজ্যের রাজা হতে পারে না। আমাকেই রাজা মানতে হবে। কোথাকার কোন পুঁচকে হুলোবিড়াল, সে কিনা হবে এই বনের রাজা! রাজকার্য চালানো কি এতই সহজ? (চলবে)

 


আরো সংবাদ



premium cement