২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দুই গোয়েন্দার অভিযান

-

পাঁচ.
‘চলো, জিজ্ঞেস করি।’
দোকানে ঢুকে ওরা দেখল দোকানের মেঝে ঝাড়– দিচ্ছেন লূক।
‘পেলে কিছু?’ মুখ না তুললেন না তিনি, নিজের কাজে মনোযোগ। ‘দেখলাম, পোড়া ছাইয়ের গাদায় খুঁজে বেড়াচ্ছ।’
‘এই যে, এটা পেলাম,’ পোড়া, বাতিল ঘড়িটা দেখাল রেজা।
‘ও, ওটা। দশ বছর আগে ফেলে দিয়েছিলাম।’
‘আমরা ভেবেছিলাম ইদানীংকার,’ হতাশ হলো সুজা। ‘কিছু দিনের মধ্যে কেউ কিনেছে এ রকম ঘড়ি?’
‘কিনলে তো বেঁচেই যেতাম,’ তাকের দিকে আঙুল তুললেন লূক। ‘ওই দেখো, কত ঘড়ি পড়ে আছে। বড় শহর হলে কবে বেচে ফেলতাম। ওই সব জায়গায় সময়ের খুব দাম। আর এখানে লোকের অফুরন্ত সময়। অ্যালার্ম ক্লক কারো কাজে লাগে না।’

দোকান থেকে বেরোতেই বিগ্স্কে চোখে পড়ল ওদের। হনহন করে হেঁটে চলে যাচ্ছে শহরের বাইরে। বারবার ফিরে তাকাচ্ছে। কেউ পিছু নিলো কি না দেখছে বোধহয়।
‘কোথায় যায়?’ সুজার প্রশ্ন।
‘চলো, দেখে আসি।’
বিগ্স্ এখনো ওদের দেখেনি। বেশ অনেকটা দূর থেকে ওকে অনুসরণ করে চলল দু’জন। মিনিট পাঁচেক পর সুজা বলল, ‘এ রাস্তা দিয়ে একমাত্র গোল্ডের বাড়িতেই যাওয়া যায়।’
‘ওখানে যাচ্ছে কেন?’ নিজেকেই যেন প্রশ্ন করল রেজা। ‘গোল্ডের কাছে তো আর থিম পার্কের উপকারিতা বয়ানের দরকার নেই। গোল্ড এমনিতেই ওর পক্ষে।’
‘সেটাই তো ভাবছি।’
(চলবে)


আরো সংবাদ



premium cement