৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ভা র তে র রূ প ক থা স্বপ্নিল মেয়েটি

-

(গত দিনের পর)
লোলি বলে, প্রচণ্ড শীত মা। আমার সালটা দাও তো। শীতে মরে যাচ্ছি।
লোলিতার মা এ কথায় অবাক হয় না। কারণ, সে জানে মেয়ে তার স্বপ্নিল। আকাশকুসুম স্বপ্ন দেখা তার স্বভাব। স্বপ্ন দেখতে দেখতে লোলি নিজেও স্বপ্নের মতো হয়ে যায়। রাতকে বানায় দিন, দিনকে বানায় রাত।
তাই লোলির মা বলেন, আবার স্বপ্ন দেখতে শুরু করেছ। নাহ! আর পারিনে তোমাকে নিয়ে। এ দিকে যে বেলা গড়িয়ে যায়। চলো পানি নিয়ে আসি। ঘরে যে এক ফোঁটা পানিও নেই। স্বপ্ন দেখলে পেয়াস মেটে না। মাও রসিকতা করে মেয়েকে বলেন, এখন তোমার ওই পা দুটোকে বলোÑ পা, পা দুটো আমার। আর বসে থাকা নয়। এখন উঠো। চলো যাই। ওই দূরের ঝরনা থেকে কলসি ভরে পানি নিয়ে আসি।

মায়ের কথায় লোলি ওঠে। সত্যিই সে তার পাকে বলে, নেহ, চল পা। অনেক বিশ্রাম নিয়েছ। এখন আর আলসেমি নয়। আমাকে তুমি হাঁটিয়ে নিয়ে যাও, ওই দূর ঝরনায়। (চলবে)


আরো সংবাদ



premium cement