২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বরেকর্ডের পথে পাকিস্তানের ইমাম

বিশ্বরেকর্ডের পথে পাকিস্তানের ইমাম - ছবি: সংগ্রহীত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিফটি করেছেন পাকিস্তানের ইমাম উল হক। এ ফিফটিতে বিশ্বরেকর্ডের পথে আরেকটু এগিয়ে গেলেন তিনি।

রোববার মুলতানে ৫৫ বলে ফিফটি পূর্ণ করেন ইমাম। ওয়ানডেতে এটি তার টানা সপ্তম পঞ্চাশ ছোঁয়া ইনিংস। এ সংস্করণে টানা সবচেয়ে বেশি ফিফটির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইমাম উল হক।

ছয়টি করে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার তালিকায় আছেন গর্ডন গ্রিনিজ, অ্যান্ড্রু জোন্স, মার্ক ওয়াহ, রস টেইলর, কেন উইলিয়ামসন, মোহাম্মদ ইউসুফ, ক্রিস গেইল, পল স্টার্লিং, শেই হোপ ও বাবর আজম। এদের অবস্থান এখন তৃতীয়।

ইমামের সামনে এখন তারই স্বদেশী কিংবদন্তী জাভেদ মিয়াঁদাদ। ১৯৮৭ সালে টানা ৯ ইনিংসে পঞ্চাশ ছুঁয়ে রেকর্ডটা গড়েছিলেন তিনি। আর দু’টি ফিফটি করতে পারলেই মিয়াঁদাদের পাশে বসবেন ইমাম। তিনটি হলে হবে বিশ্বরেকর্ড।

এ দিন ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি ইমাম। নিকোলাস পুরানের বলে তিনি কট বিহাইন্ড হন ৬৮ বলে ৬২ রান করে।


আরো সংবাদ



premium cement