০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


আবারো চীনের মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত

-

জাতীয় নিরাপত্তা বিঘিœত হতে পারেÑ এমন আশঙ্কায় নতুন করে আরো ৪৩টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। হিমালয় সীমান্তে প্রতিবেশীদের সাথে কয়েক মাস ধরে উত্তেজনার পর চীনকে লক্ষ করে গত মঙ্গলবার এ নতুন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, এসব অ্যাপের ক্রিয়াকলাপ ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা, সুরক্ষা ও জনগণের শৃঙ্খলার ক্ষতি করছে। ভারতীয় তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারায় ওই মোবাইল অ্যাপগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই অ্যাপগুলোর ব্যবহারে জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সার্বভৌমত্ব বিপদের মুখে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার’। তারই পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করা হয়েছে।
যে ৪৩টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে তার মধ্য রয়েছেÑ আলি সাপ্লায়ার্স, আলিবাবা ওয়ার্কবেঞ্চ, বেটার লিভিং, আলি প্লে ক্যাশিয়ার। বিধি ভেঙে তথ্য পাচারের অভিযোগের নিষিদ্ধ করা হয় চীনা অ্যাপগুলো। নেটাগরিকদের একাংশ থেকে ‘কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম’ (সিইআরটি-ইন) ওই অ্যাপগুলোর বিরুদ্ধে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ পেয়েছে বলেও জানানো হয়েছে।
জাতীয় নিরাপত্তার অজুুহাতে অ্যাপ নিষিদ্ধ করায় ভারতীয় পদক্ষেপের তীব্র প্রতিবাদ করছে চীন। ভারত বাজারের সব প্রতিযোগীর জন্য সুষ্ঠু, নিরপেক্ষ ও অবৈষম্যমূলক ব্যবসার পরিবেশ নিশ্চিত এবং বৈষম্যমূলক আচরণগুলো সংশোধন করবে আশা করে চীনের সরকার। বাইরের দেশে কাজ করা চীনা সংস্থাগুলোর আন্তর্জাতিক বিধি মেনে চলার, আইন ও বিধি মেনে সংস্থাগুলো পরিচালনার এবং পাবলিক অর্ডার ও নৈতিকতা অনুসরণ করা সর্বদা অত্যাবশ্যকীয় মনে করে চীন সরকার।


আরো সংবাদ



premium cement