০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

ওপেনএআই-তে না ফিরে কোথায় যাবেন অল্টম্যান!

ওপেনএআই-তে না ফিরে কোথায় যাবেন অল্টম্যান! - ছবি : সংগৃহীত

সিলিকন ভ্যালিতে একের পর এক নাটকীয় বদল। চ্যাটজিপিটির আবিষ্কারক সংস্থা ওপেনএআই-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান স্যাম অল্টম্যান আর ফিরছেন না এই সংস্থায়।

বার্তা সংস্থা রয়টার্স শুক্রবারে প্রকাশিত ওপেনএআই-এর একটি নথি যাচাই করে। সেখানে বলা হয়, ‘কথোপকথনে ব্যর্থতার’ কারণে অল্টম্যানকে বরখাস্ত করা হচ্ছে। এরপর সোমবার, ওপেনএআই জানায়, টুইচ-এর সাবেক প্রধান এমেট শিয়ার সংস্থাটির অন্তর্বর্তীকালীন নির্বাহী প্রধানের ভূমিকা পালন করবেন।

রোববার রাত পর্যন্ত কেউ কেউ মনে করছিল হয়তো ফিরে আসতে পারেন অল্টম্যান। কিন্তু মাইক্রোসফটের প্রধান সত্য নাডেলা সোমবারে জানান, মাইক্রোসফটের একটি গবেষণা দলকে নেতৃত্ব দিতে যোগ দেবেন অল্টম্যান।

অল্টম্যানসহ ওপেনএআই-এর আরো কয়েকজন সাবেক কর্মী থাকবেন মাইক্রোসফটে, জানান নাডেলা। এর মধ্যে আছেন সাবেক প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানও।

ওপেনএআই-এর প্রযুক্তির পেছনে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে মাইক্রোসফট। তাদের সমর্থন ছিল অল্টম্যানকে ফিরিয়ে আনায়।

ওপেনএআই-এর কাজের জন্য মাইক্রোসফটের প্রযুক্তির ভাণ্ডার খুবই গুরুত্বপূর্ণ। নাডেলা ও শিয়ার দুজনেই বলেছেন, দুটি সংস্থাই এই জোটের সাফল্যের পক্ষে। কিন্তু বিনিয়োগের কিছু অংশ অল্টম্যানের নেতৃত্বে থাকা গবেষণা দলের জন্যও বরাদ্দ থাকবে বলে জানান তারা।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement