২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইউআইইউতে ‘ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর আউটকাম বেসড এডুকেশন’ শীর্ষক প্রোগ্রাম

-

রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর আউটকাম বেসড এডুকেশন (আইএন৪ওবিই) বাংলাদেশ অধ্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই প্রোগ্রামের আয়োজন করে। বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মানজনক আন্তর্জাতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউটকাম বেসড এডুকেশনের জনক এবং আইএন৪ওবিই-এর সিইও, প্রফেসর ড. উইলিয়াম স্প্যাডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) অ্যাক্রেডিটেশন বোর্ডের সদস্যসচিব প্রফেসর ড. এফ এম সাইফুল আমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইইউর ভিসি প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ সিএসই ডিপার্টমেন্টের অধ্যাপক ড. হাসান সারোয়ার এবং সঞ্চালনা করেন ইউআইইউ সিএসই ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মো: মোতাহারুল ইসলাম। অনুষ্ঠানে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব ও ইন্ডিয়াসহ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদ, গবেষক এবং বিশিষ্ট্য ব্যক্তিবর্গসহ প্রায় চার শত জন উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement