২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দুই বন্ধু ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

-

ফাঁকা রাস্তা পেয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল যাত্রাবাড়ীর দুই বন্ধু মাহমুনুল হাসান রোহিত (১৮) ও শেখ মারজান (১৯)। পথিমধ্যে মেয়র হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তারা। পরে এক পথচারী তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মাহমুনুলকে মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মাসুদ রানা জানান, পোস্তগোলায় মেয়র হানিফ ফ্লাইওভারেরর ওপর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ দু’জনকে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে রক্তাক্ত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মাহমুনুলকে মৃত ঘোষণা করেন। আহত মারজান চিকিৎসাধীন রয়েছেন। তবে কোনো যানবাহনের ধাক্কায় তারা আহত হয়েছেন কি না নিজেরাই মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়েছিল সে বিষয়ে কিছুই জানাতে পারেননি পথচারী মাসুদ।
খবর পেয়ে হাসপাতালে আসেন নিহত মাহমুনুলের বড় ভাই মাজহারুল হাসান রাজু। তিনি সাংবাদিকদের জানান, তাদের বাসা দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে। তিন ভাই, এক বোনের মধ্যে সবার ছোট মাহমুনুল। গুলিস্তানে একটি গেঞ্জির দোকানে চাকরি করত। জুমার নামাজের পর বন্ধু মারজানের মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিল দু’জন। এরপরই দুর্ঘটনার খবর শুনতে পাই।
আহত মারজানের ভগ্নিপতি সাজ্জাদ হোসেন জানান, মারজানও পরিবারের সাথে শহীদ ফারুক রোডে থাকে। ফার্মগেট পলিটেকনিকে আর্কিটেকচারে প্রথম বর্ষের ছাত্র সে। পাশাপাশি ব্যবসা করে। ঢাকা মেডিক্যালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া জানান, মাহমুনুলের লাশ মর্গে রাখা হয়েছে। আর মারজানকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থাও গুরুতর। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে আপাতত জানা সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement