২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আশুগঞ্জে হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী গ্রেফতার

আশুগঞ্জে হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৪ মার্চ) দুপুরে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শনিবার বিকেলে সিলেট জেলার জৈন্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা (রঙ্গিলাবাড়ি) এলাকার বাসিন্দা খলিল মিয়া (৩৬) ও তার স্ত্রী আকলিমা বেগম (২৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা এলাকায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সোহেল রানার বাবার সাথে খলিল মিয়াসহ তার লোকজনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে খলিলসহ তার লোকজনেরা সোহেল রানার বাবাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে পিতার চিৎকার শুনে সোহেল রানা এগিয়ে এলে তারা সোহেলকে এলোপাতাড়ি মারধরের মাধ্যমে গুরুতর জখম করে দ্রুত চলে যায়। স্থানীয়রা আর আত্মীয়স্বজনরা সোহেলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ১৩ ফেব্রুয়ারি সোহেলের বাবা আশুগঞ্জ থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দু-তিনজনের নামে একটি হত্যা মামলা করেন। গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর থেকে হত্যা মামলার প্রধান আসামি খলিল মিয়া ও তার স্ত্রী আকলিমা বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
দেশের রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা : সাবেক গভর্নর সালেহউদ্দিন বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৫ সোনারগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় নেপালের পানিবিদ্যুৎ কিনছে ভারত, বাংলাদেশের অগ্রগতি কতটুকু? ‘নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার’ ইউক্রেনের জন্য ৬ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের বগুড়ার শেরপুর প্রেসক্লাবের পুন: সভাপতি নিমাই-সম্পাদক মান্নান হিট স্ট্রোকে পাইকগাছার ইটভাটা শ্রমিকের মৃত্যু মুন্সীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত বিচারকের আসনে জয় চৌধুরী হামাস ও ফিলিস্তিনি গ্রুপগুলোর মধ্যে ঐক্য আলোচনার আয়োজন করছে চীন

সকল