২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কাজের অভিযোগে ৫ জন গ্রেফতার

-

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাট বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারী ও এক খদ্দরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে শহরের টেংকের পাড় একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন আশুগঞ্জ খালপাড়ের মরহুম আমীর আলীর ছেল মো: আ: রউফ (৬০), সদর উপজেলার সুলতানপুরের বিল্লাল মিয়ার স্ত্রী শিল্পী বেগম (৪০), তার মেয়ে সুমাইয়া (১৯), সদর উপজেলার নাটাই গ্রামের সলিম বাড়ির মরহুম নান্নু মিয়ার মেয়ে তামান্না আক্তার (২২) ও উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়াইন গ্রামের নান্নু মিয়ার মেয়ে জাকিয়া (১৯)।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো: আসলাম হোসেন সার্বিক দিকনির্দেশনায় শনিবার দুপুরে পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী সুমন চন্দ্র বনিক, এসআই আইয়ুব আলী ও এসআই পুষন সাহা সঙ্গীয় ফোর্সসহ পৌরসভাস্থ শহরের টেংকের পাড়স্থ বাসা নম্বর ১৪৯-এর পঞ্চম তলায় অভিযান পরিচালনা করিয়া অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে চার নারীসহ এক খদ্দরকে গ্রেফতার করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন বলেন, বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গোপন ভিত্তিকে অভিযুক্তদের গ্রেফতার করি। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement