২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


করোনা উপসর্গ নিয়ে কুমেক হাসপাতালে ৫ জনের মৃত্যু

-

কুমিল্লায় করোনাভাইরাস ও এর উপসর্গ নিয়ে প্রতিদিনিই বাড়ছে মৃত্যুর সংখ্যা। একই সাথে বাড়ছে সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মাঝে তিনজন পুরুষ এবং দু’জন নারী।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন জানান, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি রয়েছেন ১১৮ জন।

এদিকে শনিবার জেলায় নতুন করে আরো ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৪৩৬৪ জন।

এছাড়া জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১২১ জন। সুস্থ হয়েছেন ২৩৭৩ জন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement