০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


চান্দিনায় তপন বক্সী বেসরকারিভাবে নির্বাচিত

তপন বক্সী - ছবি : সংগ্রহ

চতুর্থ ধাপে অনুষ্ঠিত হওয়া চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত চারটি কেন্দ্রের পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। ভোট গণনা শেষে স্থগিত চার কেন্দ্রে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী পেয়েছেন ২ হাজার ৩২২ ভোট এবং আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুজিবুল হক পেয়েছেন ১৫৯ ভোট।

এর আগে ৩১ মার্চ উপজেলার ৮৪টি কেন্দ্রের মধ্যে ৮০ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক প্রার্থী পেয়েছিলেন ৩৩ হাজার ৫৫৭ ভোট এবং আনারস প্রতীক প্রার্থী পেয়েছিলেন ২০ হাজার ১৯৫ ভোট।

৩১ মার্চ প্রকাশিত ৮০ কেন্দ্রের ফলাফল ও ১৭ এপ্রিল ৪টি কেন্দ্রের পুনঃভোট গ্রহণের ফলাফলসহ মোট ৮৪টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী তপন বক্সী ৩৫ হাজার ৮৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে দ্বিতীয় বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকে মুজিবুল হক পেয়েছেন ২০ হাজার ৩৫৪ ভোট।

উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. জাসিদুল হক ওই ফলাফল নিশ্চিত করেন।

এর আগে ৩১ মার্চ অনুষ্ঠিত ৮০ কেন্দ্রের ফলাফল ঘোষণায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জহিরুল ইসলাম মুন্সি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাফিয়া আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন। স্থগিত চারটি কেন্দ্রের মোট ভোটের চেয়ে চেয়ারম্যান পদের প্রার্থীর ভোটের ব্যবধান কম হওয়ায় ১৭ মার্চ শুধুমাত্র চেয়ারম্যান পদে স্থগিত চারটি কেন্দ্রে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement
এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ

সকল