০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


রাতভর বাস-ট্রাকের চাকায় পিষ্ট হলো অজ্ঞাত লাশ

-

ঢাকা-সিলেট মহাসড়কে মেঘনা নদী ওপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতুর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে অজ্ঞাত লাশের অংশবিশেষ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার সকালে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ লাশে অংশগুলো উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরের উপর ও নিচের অংশ নষ্ট হয়ে যাওয়ায় লাশটি সনাক্ত করা সম্ভব হচ্ছে না। রাতভর লাশটি বাস-ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অনেকটা পিচঢালা রাস্তার সাথে মিশে গিয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর (ব্রাহ্মণবাড়িয়ার অংশ) থেকে লাশের অংশগুলি উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়। সারা রাত লাশের উপর দিয়ে দ্রুতগামী যানবাহন চলাচল করায় শরীরের উপর ও নিচের অংশ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এমনকি শরীরের অনেক অংশ ও কাপড়-চোপড় পিচঢালা রাস্তার সাথে লেগে গিয়েছে। যার কারণে লাশটি পুরুষ নাকি মহিলা সেটিও সনাক্ত করা সম্ভব হচ্ছেনা। লাশের পেটের অংশসহ কয়েকটি অঙ্গ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement