৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


পূর্ণিমার জোয়ারে ভেসে গেল কৃষকের স্বপ্ন

- ছবি : নয়া দিগন্ত

উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে পূর্ণিমার জোয়ারের পানিতে তরমুজ ক্ষেত নষ্ট হয়ে গেছে। একইসাথে ভেসে গেছে কৃষকের স্বপ্ন। হঠাৎ পানি উঠে ৪০ একর জমির তরমুজ পচে যাওয়ায় সংশ্লিষ্ট চাষীরা হতাশ ও সর্বস্বান্ত।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের রানীপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও সহিদুর রহমান পুটিয়াখালী গ্রামের নদী তীরবর্তী এলাকার ৪০ একর জমিতে তরমুজ ও ফুটি চাষ করেন। ফলনও মোটামোটি ভালো হয়েছিল। আর দুই/তিন সপ্তাহ পরে তরমুজ বিক্রি করার উপযুক্ত হতো। গত ২৮ মার্চ পূর্ণিমায় জোয়ার পানি মাঠে প্রবেশ করে এবং চার দিন পরে ওই তরমুজ পঁচে গেছে। এতে কৃষকের স্বপ্নও তছনছ হয়ে গেছে। আশায় বুক বেঁধে ওই কৃষকরা তাদের জমানো সবটুকু পুঁজি বিনিয়োগ করেছিলো। এছাড়া তরমুজ চাষী আব্দুর রাজ্জাক ও সহিদুর রহমান ধার-দেনা ও বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে তরমুজ চাষ করায় বিপাকে পড়েছেন।

কৃষক সহিদুর রহমান ও আব্দুর রজ্জাক জানায়, ‘আমরা দু’ভাই মিলে ধার-দেনা করে, স্থানীয় কয়েকটা এনজিও থেকে ঋণ নিয়ে তরমুজ চাষ করি। হঠাৎ মাঠে পানি ওঠায় ফসল নষ্ট হয়েছে। আমাদের সরকারি সহযোগিতা দরকার।'

এ ব্যপারে বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইকবাল হোসেন মজুমদার বলেন, 'পুটিয়াখালী গ্রামের নদীর তীরবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত তরমুজের মাঠ পরিদর্শন করা হবে। পরে ভুক্তভোগী কৃষকদের উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সাধ্যমতো বীজ ও সার দিয়ে সহায়তা করা হবে।'


আরো সংবাদ



premium cement
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহরাস্তি উপজেলা আ’লীগ সভাপতি গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? আইডিবি ২৮ দশমিক ৯ কোটি ডলারের ঋণ সহায়তা দিবে গাজায় সাহায্য সরবরাহ বাড়ানোর উপায় নিয়ে আলোচনায় ব্লিঙ্কেনের জর্ডান যাত্রা বৃষ্টি আইনে ভারতের কাছে বাংলাদেশের হার ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরে শ্রম আদালতের মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত নোয়াখালীতে নজিরবিহীন লোডশেডিং ‘আইসিজের গ্রেফতারি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল’ ‘আনারসের পাতা থেকে সিল্কের জামদানি শাড়ি আশার আলো জাগাবে’ গাজীপুরে তীব্র তাপপ্রবাহের কারণে বেঁকে গেছে রেললাইন, ঢালা হলো পানি সিলেটে বহুতল ভবন থেকে পড়ে সিসিক কর্মচারীর মৃত্যু

সকল