০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


শ্রীপুরে ৩ হাসপাতালকে জরিমানা : দু’টি বন্ধের নির্দেশ

-

গাজীপুরের শ্রীপুরে তিনটি বেসরকারি হাসপাতালকে জরিমানা ও দু’টির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিবন্ধন না থাকা ও নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় এ নির্দেশ দেয়া হয়। শুক্রবার শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় তিনটি হাসপাতালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, জরিমানা করা হাসপাতালগুলো হলো- মাওনা এলাকার আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার মেডিক্যাল সেন্টার। নিবন্ধন না থাকায় তাদেরকে জরিমানা করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন মেয়াদোত্তীর্ণ হওয়ায় জরিমানা করে আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানের নিবন্ধন নবায়ন করতে নির্দেশ দেয়া হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তরিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারা দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে হবে। অভিযান পরিচালনার সময় আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার মেডিক্যাল সেন্টার নিবন্ধন সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় ওই দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ নিবন্ধন, স্বল্প জনবল ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য তিন হাজার টাকা জরিমানা করা হয়।

 


আরো সংবাদ



premium cement