০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


রামগতি থেকে চুরি হওয়া ১০ লাখ টাকার গয়না মানিকগঞ্জে উদ্ধার

-

লক্ষ্মীপুরের রামগতি বাজারের একটি দোকান থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে রামগতি থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জের শিবালয় থেকে এসব স্বর্ণালঙ্কার উদ্ধার ও চোরকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
রামগতি থানা সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর রামগতি বাজারের মীর রোডের কানন স্বর্ণ শিল্পালয় থেকে এসব স্বর্ণালঙ্কার চুরি হয়। মানিকগঞ্জ জেলার শিবালয় থানার শিবুলিয়া ইউনিয়নের ছোট সাকরাইল গ্রামের মৃত কার্তিক হালদারের ছেলে পলাশ হালদার কানন স্বর্ণ শিল্পালয়ে দীর্ঘ দিন ধরে দোকানের কর্মচারী হিসেবে কাজ করে আসছিল। ঘটনার দিন দোকানে রাখা স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায় পলাশ। এরই পরিপ্রেক্ষিতে ৩০ অক্টোবর দোকানের মালিক রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের দুর্লভ চন্দ্র সাহা রামগতি থানায় একটি চুরির মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা রামগতি থানার এসআই নাজমুল আলম ফোর্স নিয়ে গোপন সংবাদ ও প্রযুক্তি ব্যবহার করে একাধিক অভিযান চালিয়ে মানিকগঞ্জের শিবালয় থানা এলাকা থেকে পলাশকে গ্রেফতার করেন এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে একাধিক স্থান থেকে চুরিকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার করেন।
রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, মামলার ভিত্তিতে বিশ^স্ত সোর্স এবং প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামির অবস্থান চিহ্নিত করা হয়। এরপর ফোর্স পাঠিয়ে চুরিকৃত মালামাল উদ্ধার এবং আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
ফরিদপুর সদরে সামচুল, মধুখালীতে মুরাদ ও চরভদ্রাসনে আনোয়ার বিজয়ী বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলার ডুবি : ২৬ জেলেকে জীবিত উদ্ধার গ্রাহকের অজান্তে টাকা কেটে নিলে কঠোর ব্যবস্থা : পলক যেসব পরামর্শ দিয়ে বাংলাদেশকে ১.১৫ বিলিয়ন ডলার ঋণ দিলো আইএমএফ পিরোজপুরের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন যারা গাজীপুরে কলেজছাত্র খুনের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ২ এভারকেয়ার হসপিটাল ঢাকায় ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে পালিত সম্ভাব্য নিষেধাজ্ঞা ঠেকাতে মার্কিন সরকারের বিরুদ্ধে টিকটকের মামলা ফোনে লাদেনের ছবি, আইএসআইএসের পতাকা থাকা মানেই উগ্রবাদী নয় : দিল্লির হাইকোর্ট কুমিল্লার ৩ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল গ্রেফতার

সকল