০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


সাতকানিয়ায় নেতাকর্মীদের নামে মামলার ঘটনায় জামায়াতের প্রতিবাদ

-

সম্প্রতি সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে মন্দিরের গেট ভাঙচুরের ঘটনায় বিরোধীদলের নেতাকর্মীদের নামে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিহিত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির জাফর সাদেক।
গতকাল সোমবার সংবাদপত্রে প্রেরিত এক প্রতিবাদলিপিতে জেলা জামায়াতের আমির বলেন, গত ১৫ অক্টোবর কাঞ্চনা বা সাতকানিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের কোথাও জামায়াত ও শিবিরের কোনো কর্মসূচি ছিল না। সুতরাং জামায়ত-শিবিরের নেতাদের কর্মসূচিতে সংশ্লিষ্ট হওয়ার প্রশ্নই আসে না। যেসব নেতার নামে মামলা দেয়া হয়েছে তারা বেশির ভাগই চট্টগ্রাম শহরে বসবাস করেন। তিনি বলেন, পুরো সাতকানিয়া থেকে বেছে বেছে নিরীহ ব্যক্তিদের নামে মামলা দেয়া হয়েছে। এতে প্রমাণিত হয় এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। বিবৃতিতে বলা হয়, বিরোধীদল তথা জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের নামে মন্দিরের গেট ভাঙচুরের সাজানো মামলা দেয়া হয়েছে। আমরা অবিলম্বে এ মামলা প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।


আরো সংবাদ



premium cement