২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

অবশেষে জরিমানা দিতেই হলো

-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিবপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন কবিরের বেতন ১২ হাজার টাকা থেকে এক ধাপে ২৮ হাজার টাকা করে দেন বিদ্যালয়ের তৎকালীন সভাপতি শাহিন সরকার। বিনিময়ে প্রধান শিক্ষক হোসাইন কবির নিয়মবহির্ভূতভাবে শাহিন সরকার ও আফছার হোসেন আকছিরের নাম বিদ্যালয়ের আজীবন দাতা বোর্ডে লিপিবদ্ধ করেন। কিন্তু হাইকোর্ট আফছার হোসেন আকছিরের অভিভাবক প্রতিনিধি পদ বাতিল ও শাহিন সরকারকে এক লাখ টাকা জরিমানা করেছেন। আপিল বিভাগেও হাইকোর্টের রায় বহাল থাকায় গত ১৬ সেপ্টেম্বর জরিমানা পরিশোধ করেন শাহিন সরকার। প্রধান শিক্ষক হোসাইন কবিরের পরামর্শে কমিটির রেজুলেশনকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেন শাহিন সরকার। আদালত দাতা সদস্যর নাম অবৈধ বলে রায় প্রদান করেন, এ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন শাহিন সরকার। ২০১৯ সালের ২৪ জুলাই বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে মামলাটি খারিজ করে দিয়ে বাদিকে এক লাখ টাকা জরিমানা করেন। পরে আপিলেট ডিভিশনে লিভ-টু-আপিল করেন শাহিন সরকার। লিভ-টু-আপিলও খারিজ হয়। অবশেষে গত ১৬ সেপ্টেম্বর জরিমানার ধার্যকৃত এক লাখ টাকা আদালতে পরিশোধ করেছেন শাহিন সরকার।
নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, আদালতের রায়ের খবর পেয়েছি। কমিটির সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement