০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


নওগাঁয় ভুয়া নিয়োগ : ছয় লাখ টাকা নিয়ে উধাও

-

নওগাঁর বদলগাছীতে ভূয়া নিয়োগপত্র দিয়ে ছয় লাখ টাকা নিয়ে উধাও হয়েছে একটি চক্র। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে।
জানা যায়, আব্দুল হামিদুলের ছেলে হানিফকে ভূমি অফিসের অফিসসহায়ক পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে চার কিস্তিতে ছয় লাখ টাকা নিয়ে প্রতারণা করে সদর ইউপির পয়নারী গ্রামের লুৎফর হোসেনের ছেলে রাসেদুল হাসান (রাসেল)। টাকা নিয়ে চাকরি না দিয়ে তালবাহনা করতে থাকে।
হানিফের পরিবার রাসেলকে চাপ সৃষ্টি করলে ২০১৯ সালের আগস্ট মাসের ০১ তারিখে ঢাকা উপসচিব ভূমি মন্ত্রণালয় বরাবর একটি আবেদন দাখিল করান। একই বছর ১৫ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের অধীনে জেলা ভূমি সার্কেল অফিসে অফিসসহায়ক শূন্য পদে যোগদানের জন্য একটি নিয়োগপত্র ইস্যু করা হয়। রাসেল নিয়োগপত্রটি হানিফের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে ভূমি অফিসে খোঁজখবর নিতে গেলে অফিস কর্তৃপক্ষ জানায় এ ধরনের কোনো নিয়োগ প্রদান করা হয়নি।
এসআই কামরুল হাসান বলেন, রাসেল প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়। বিষয়টি থানায় একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বাদি হাজির হয়ে টাকা দেয়া কথা স্বীকার করে পরে পালিয়ে যাওয়ায় সম্ভব হয়নি।বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা


আরো সংবাদ



premium cement