২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

অর্ধকোটি টাকা ব্যয়ে খালের নামে নালা খনন

-

সাড়ে চার শতাধিক সুফলভোগী খাল খননে অর্ধকোটি টাকা বরাদ্দ হলেও খাল খনন হয়েছে নাকি নালা কেটে পরিস্কার করা হয়েছে এ প্রশ্ন স্বয়ং সুফলভোগীদের। তারা শুধু স্বাক্ষর করেছেন, কি লেখা আছে তাও জানেন না। তবে কাজে ক্রটির কথা স্বীকার করলেও নেই কোনো পদক্ষেপ তদারকি কর্তৃপক্ষের। এভাবেই বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া-ভররামদিয়া খাল খনন করে বিল উত্তোলন করা হয়েছে।
সরেজমিনে খাল খননকৃত এলাকায় গিয়ে দেখা যায়, কোনোমতে খালের দু’পাশে ঘাস কেটে পরিস্কার করা হয়েছে। বিভিন্ন স্থানে খালের কোনো জায়গা নেই। মনে হচ্ছিল খাল নয়, কোনোমতে কেটে নালা তৈরি করা হয়েছে। এলাকার কয়েকজন সুবিধাভোগীর সাথে কথা বললে নাম না প্রকাশের শর্তে বলেন, আসলে খালটি খনন না করলেও সমস্যা হতো না। ভেকু দিয়ে কোনো মতে ঘাস কেটে পরিস্কার করা হয়েছে। আমরা সুফলভোগী হলেও আমাদের কাছ থেকে শুধু স্বাক্ষর নিয়েছেন। আবার অনেকেই বলেন, শুনেছি সুফলভোগী হিসেবে নাম রয়েছে। তবে আমাদের কাছ থেকে কোনো স্বাক্ষর নেয়া হয়নি।


আরো সংবাদ



premium cement