২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

অসহায় শিশু-কিশোরদের জন্য নয়া দিগন্ত পাঠকের মহানুভবতা

-

‘১৪ বছরের কিশোরীর কাঁধে ৩ ভাই-বোনের ভরণ-পোষণ’ ও ‘মা-বাবাকে হারিয়ে চার শিশুর দুর্বিসহ জীবন’ শিরোনামে গত ৮ ফেব্রুয়ারি বিভিন্ন সংবাদমাধ্যমে মানবিক সংবাদ প্রকাশের পর একাধিক মানবিক সংগঠন ক্ষুদ্র পরিসরে সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে আসার পাশাপাশি নয়া দিগন্তের জনৈক পাঠক অভিভাবকহীন শিশু-কিশোর পরিবারটিকে একটি দুধেল গাভী দান করেছেন। গত ৬ মার্চ জনপ্রতিনিধির উপস্থিতিতে গাভীটি শিশু-কিশোরীর হাতে তুলে দেন মানিকছড়ি প্রেস ক্লাব, দুপ্রক, গ্র্যাজুয়েট ফোরাম সাধারণ সম্পাদক আবদুল মান্নান।
প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, স্থানীয় বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠন ক্ষুদ্র পরিসরে কম্বল, ঘরের টিন, জামা-কাপড় ও নগদ অর্থ সহায়তা দেয় মা-বাবা ও অভিভাবকহীন শিশু-কিশোর পরিবারটিকে। অকালে মা-বাবাকে হারিয়ে ১৪ বছরের কিশোরী ক্রাউসাং মারমাকে ছোট তিন ভাই-বোনের ভরণ-পোষণের দায়িত্ব নিতে হয়েছে। শুধু তাই নয়, ছোট ভাই-বোনের খাদ্য জোগানে চা শ্রমিকের কাজ বেছে নেয় বোন উক্রাসাং মারমা। এই পরিবারটির অমানবিক জীবনযাত্রা নিয়ে ৮ ফেব্রুয়ারি নয়া দিগন্তসহ বিভিন্ন সংবাদ প্রকাশের পর নয়া দিগন্তের জনৈক পাঠক (নাম প্রকাশে অনিচ্ছুক) এই অসহায় ও অভিভাবকহীন শিশু-কিশোরদের জন্য একটি গাভী কিনে দেয়ার প্রস্তাব করে স্থানীয় প্রেস ক্লাবে যোগাযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার ৬৫ হাজার টাকায় একটি দুধেল গাভী কিনে ও গোয়ালঘর সংস্কারের জন্য কিছু অর্থ ওই শিশু-কিশোরদের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। শনিবার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সদস্য লাব্রেচাই মারমা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, চহ্লাপ্রু কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইমন ত্রিপুরা, সামাজিক সংগঠন একতা যুব সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি এস এম নাছির উদ্দীন, মানবিক কর্মী মাঈন উদ্দীন ও শিশু-কিশোরীর আত্মীয়স্বজনের উপস্থিতিতে গাভীটি তাদের হাতে তুলে দেয়া হয়।


আরো সংবাদ



premium cement