১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


চুয়াডাঙ্গায় নার্সিং হোমে ভাঙচুর

-

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় মা নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় সদ্য ভূমিষ্ঠ এক শিশু মৃত্যুর ঘটনায় ওই নার্সি হোমে ভাঙচুর চালিয়েছে শিশুর পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার মা নার্সিং হোমে এ ঘটনা ঘটে। নিহত শিশু আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের ওল্টু-মনিরা খাতুন দম্পতির ছেলে।
জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি আলমডাঙ্গার মা নার্সি হোমে মনিরা খাতুন সিজান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তান প্রসব করেন। সেখানে অবস্থানকালে গত সোমবার হঠাৎ করেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা এ সময় শিশুটিকে মেহেরপুর সদর হাসপাতালের জুনিয়র শিশু কনসালট্যান্ট ডা: হাবিবুর রহমানের আলমডাঙ্গার চেম্বারে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসা শেষে শিশুটিকে আবার মা নার্সিং হোমে নেয়া হয়। মঙ্গলবার মা নার্সিং হোমে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা মা নার্সিং হোমে ভাঙচুর চালায়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মা নার্সিং হোমের পরিচালক আনোয়ার হোসেন জালাল বলেন, আমার ক্লিনিকে প্রসূতির অপারেশন কিংবা অপারেশনের পর প্রসূতি বা শিশুটির সেবায় কোনো ত্রুটি করা হয়নি। ভূমিষ্ঠের পর শিশুটি সুস্থ ছিল। শিশু বিশেষজ্ঞ ডা: হাবিবুর রহমান বলেন, আমার কাছে যখন শিশুটিকে নিয়ে আসা হয়, তখন শিশুটি সুস্থ ছিল। আমার ধারণা দুধ খাওয়ানোর সময় তা শ্বাসনালীতে আটকে শিশুটির মৃত্যুর ঘটনা ঘটতে পারে।
আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর কালীগঞ্জে আম পাড়তে গিয়ে কিশোরের মৃত্যু ‘নুসুক’ কার্ডধারী ছাড়া অন্য কারো মাশায়েরে মুকাদ্দাসায় প্রবেশ নিষিদ্ধ বোলারদের নৈপুণ্যে কষ্টার্জিত জয় বাংলাদেশের প্রতিটি ঘরে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাতে হবে : মোবারক হোসাইন নাঙ্গলকোটে বিয়ের দাবিতে প্রেমিকা তরুণীর অনশন, পলাতক প্রেমিক চার উইকেট নেই জিম্বাবুয়ের বরিশাল অঞ্চল জামায়াতের উপজেলা আমির সম্মেলন অনুষ্ঠিত তারা আহম্মকের স্বর্গে বাস করেন : শাহজাহান খান অসাম্প্রদায়িকতার প্রতীক পহেলা বৈশাখ আমাদের মূল চালিকাশক্তি : পররাষ্ট্রমন্ত্রী রাণীনগরে নদীতে ডুবে জেলের মৃত্যু

সকল