০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


আত্রাইয়ে পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন

-

নওগাঁর আত্রাইয়ে পুকুরে বিষ দিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। গত রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিষ দিয়ে এ মাছ নিধন করে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ওই গ্রামের মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা গ্রামের একটি সরকারি পুকুর ও ব্যক্তি মালিকানার একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। এবারো যথারীতি পুকুর দু’টিতে তারা মাছের পোনা ছেড়ে সেগুলোকে পরিচর্যা করে সবেমাত্র বিক্রির উপযোগী করে তুলেছেন। এমন সময় রাতে দুর্বৃত্তরা বিষ দিয়ে মাছগুলো নিধন করে।
স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শ্রীপদ প্রাং বলেন, শত্রুতার জের ধরেই আমাদের পুকুরের প্রায় ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, আমি সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। তারা অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement