০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


শেরপুরে তুচ্ছ ঘটনায় ভাগ্নের লাঠির আঘাতে মামীর মৃত্যু

-

শেরপুরে গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ভাগ্নের লাঠির আঘাতে রোজিনা বেগম (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঢাকার উত্তরা আরএমটি হসপিটাল অ্যান্ড ডায়াগোনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়াগড় এলাকার হাতেম আলীর স্ত্রী।
জানা যায়, দীর্ঘ দিন ধরে জমির সীমানা নিয়ে রোজিনা বেগমের সাথে তার ননদ কাজলী বেগম ও তার ছেলে কাদের মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২১ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বাড়ির পাশে সীমানায় রোজিনা বেগম ও তার সৎ ছেলে মজনু মিয়া একটি সজনা গাছ লাগাতে গেলে কাজলী বেগমের সাথে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কাদির মিয়া (৩৩) গাছের ডাল দিয়ে রোজিনা বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোজিনা।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।


আরো সংবাদ



premium cement