১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

গাজীপুরে বহিষ্কৃত নেতার পক্ষে নির্বাচনী মাঠে বিএনপির পদধারী নেতারা

-

গাজীপুরে স্থানীয় বিএনপির পদধারী একাধিক নেতা উপজেলা পরিষদ নির্বাচনে বহিষ্কৃত নেতার পক্ষে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এতে দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন নির্বচনী মনোনয়নপত্র দাখিল করায় সম্প্রতি দল থেকে বহিষ্কৃত হন। এরপর নির্বাচনী বৈতরণী পার হতে তিনি বিএনপি দলীয় নেতাকর্মীদের কাছে টানার চেষ্টা করছেন। ইতোমধ্যে দলটির একাধিক নেতাকর্মী প্রকাশ্যে আবার কেউ গোপনে তার পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ পদধারী নেতারাও রয়েছেন। যাদের নাম এসেছে তারা হলেন- সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও বাড়িয়া ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট সোলেমান মোল্লা, সিনিয়র সহসভাপতি মোফাজ্জল হোসেন প্রধান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা সদস্য ওসমান আলী, ইউনিয়ন যুবদল সভাপতি মোক্তার হোসেন, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বাদল, সদর উজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম সরকার, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, পিরোজালী ইউনিয়ন সভাপতি নাজিম বেপারি, সাধারণ সম্পাদক ডি এম আজহার হোসেন, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হোসেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন ও তাদের অনুসারীরা।
অন্য দিকে বিএনপির জোটভুক্ত জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি নাছির উদ্দিন খানকেও মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বীতাকারী আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামানের পক্ষে প্রকাশ্যেই প্রচার-প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।
বহিষ্কৃত প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকা-ে অংশ নেয়ার বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান নয়া দিগন্তকে বলেন, আমরাও বিষয়টি মনিটরিং করছি। প্রত্যেক উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে এ বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে। নির্বাচনী প্রচারণায় দলের কেউ অংশ নিয়ে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে বহিষ্কৃত নেতার পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে থাকার বিষয়ে জানতে বাড়িয়া ইউনিয়ন সভাপতি সোলেমান মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এ বিষয়ে বলেন, বহিষ্কৃত প্রার্থীর সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ায় অনেকে আমাদেরকে সন্দেহ করছেন। কিন্তু আমরা কোনো অবস্থাতেই দলের সিদ্ধান্তের বাইরে যাচ্ছি না।
জেলা নেতা ও বাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাবুল হোসেন খানসহ অনেক নেতাকর্মীকে বিভিন্ন এলাকায় নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও পথসভা করতে দেখা গেছে। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তারা নির্বচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করে যাচ্ছেন।
এ দিকে বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন রিজভী, যুবদল নেতা আলামিন, শ্রমিকদল নেতা সাইফুল ইসলাম, জাসাস নেতা জসিম উদ্দিন শেখসহ নেতাকর্মীদেরকে উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করতে দেখা যায়।


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল