০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


নড়াইলে ৫ টাকায় ঈদবাজার

-

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। তবে করোনার ধাক্কায় গেল রোজার ঈদের পাশাপাশি এবার পবিত্র কোরবানির ঈদেও চারিদিকে আনন্দ-আয়োজন একটু কমই। বিশেষ করে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে এর প্রভাব আরো বেশি। তবে এইসব শিশুদের মুখে হাসি ফুটিয়েছেন এক উদ্যোমী তরুণ। পাঁচ টাকার বিনিময়ে অসহায় শিশুদের হাতে বিভিন্ন ব্র্যান্ডের নতুন পোশাক তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মুস্তারী কমপ্লেক্স চত্বরে ১২৫ শিশু-কিশোরের মাঝে এই পোশাক তুলে দেয়া হয়। ছেলেদের জন্য পাঞ্জাবি, জিন্সপ্যান্ট, শার্ট, টি-শার্ট এবং মেয়েদের সলোয়ার-কামিজসহ বিভিন্ন ধরনের পোশাক দেয়া হয়। নড়াইল শহরের বিভিন্ন এলাকার শিশুরা পাঁচ টাকার বিনিময়ে পোশাকগুলো কিনেছে।
নড়াইলের কুড়িগ্রাম এলাকার শিশু রিয়া (৭) বলে, পাঁচ টাকায় নতুন পোশাক কিনব ভাবা যায় না। সতেজ ভাই আমাদের এই সুযোগ করে দিয়েছেন। শিবশঙ্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী খাজিদা ও পঞ্চম শ্রেণীর জাকিয়া জানায়, পাঁচ টাকায় নতুন পোশাক পেয়ে ঈদের আগে আরেক ঈদ আনন্দ। মাদরাসাশিক্ষার্থী অনিক মোড়ল বলে, ঈদে নতুন পোশাক পেয়ে অনেক খুশি হয়েছি। প্রথমে ভাবতে পারিনি পাঁচ টাকায় ভালোমানের নতুন পোশাক পাবো।
নারীনেত্রী নাসিমা রহমান পলি বলেন, তরুণ উদ্যোক্তা মির্জা গালিব সতেজ সব সময় অসহায় ছিন্নমূল মানুষের পাশে আছেন। করোনার শুরু থেকে ৫০০ শতাধিক অসহায় মানুষকে খাদ্যসামগ্রী দিয়েছেন। এ ছাড়া বিনামূল্যে সবজি বাজার, গরিব কৃষকের বোরো ধানকর্তন, শিশুদের ফ্রি মেডিক্যাল ক্যাম্প, রোজায় ইফতার বিতরণ, গেল ঈদুল ফিতরে ১০০ শিশুকে নতুন পোশাক, ২০০ শিশুর মাঝে গাছের চারা বিতরণ ও বাড়ি বাড়ি বৃক্ষরোপণ, ৫০ জন দরিদ্র মেধাবীর মাঝে শিক্ষাউপকরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন সতেজ। তার পাশে থেকে সবসময় উৎসাহ দেয়ার চেষ্টা করি।
নড়াইলের সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ বলেন, তরুণ প্রজন্মের ছেলে হিসেবে মির্জা গালিব সতেজ সবসময় পজিটিভ কাজ করে যাচ্ছেন। তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ যেন। অন্য তরুণদেরও এমন ভালো কাজে এগিয়ে আসা উচিত।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার স্যায়েন্স অ্যান্ড ইঞ্জিয়ারিং বিষয়ের শিক্ষার্থী নড়াইল সরকারি মহিলা কলেজপাড়ার বি এম নজরুল ইসলামের ছেলে মির্জা গালিব সতেজ বলেন, আমার উদ্দেশ্য নিজেকে তুলে ধরা নয়। আমার মতো তরুণদের ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত করা, উদ্বুদ্ধ করাই আমার উদ্দেশ্য।

 


আরো সংবাদ



premium cement