১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তীব্র তাপদাহে পর স্বস্তির বৃষ্টিতে ভিজল মিরসরাই

তীব্র তাপদাহে পর স্বস্তির বৃষ্টিতে ভিজল মিরসরাই - নয়া দিগন্ত

তীব্র তাপদাহে জনজীবন যখন হাঁসফাঁস অবস্থা, তখন এক পসলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।

বৃহস্পতিবার (২ মে) সকালে বৃষ্টিতে শীতলতা নেমে আসে। শুরুতে হয় হালকা বৃষ্টি। সাথে ছিল দমকা হাওয়া ও বজ্রপাত। কয়েক ঘণ্টা থেমে সকাল ১০টায় আবারো বৃষ্টি শুরু হয়েছে।

মিরসরাই পৌরসভার বাসিন্দা আবু জাফর বলেন, ‘সারাদেশ যখন তাপপ্রবাহে পুড়ছে, তখন এই বৃষ্টিতে সবার মাঝে স্বস্তি ফিরেছে। এটি আল্লাহর অনন্য নিয়ামত।’

ওয়াহেদপুর এলাকার বাসিন্দা জিয়াউল হক বলেন, ‘একে তো ভ্যাপসা গরম, তার সাথে পাল্লা দিয়ে লোডশেডিংয়ের কারণে ঘরে-বাইরে বাস করা দায়। বৃষ্টিতে কিছুটা স্বস্তি পাচ্ছি।’

তবে বৃষ্টিতে কিছুটা বেগ পেতে হচ্ছে আগামী ৮ মের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীদের। তাদের প্রচার-প্রচারণা ও গণসংযোগে ভোগান্তি পোহাতে হচ্ছে। হটাৎ বৃষ্টিতে তাদের প্রচারণা সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।

বৃহস্পতিবার মিরসরাইয়ের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। আকাশ কিছুটা মেঘলা, সাথে ঠান্ডা বাতাস রয়েছে।


আরো সংবাদ



premium cement