০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


শিবচরে পুড়ে গেছে ১০ বসতঘর : ১৫ লাখ টাকার ক্ষতি

-

শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
এলাকাবাসী ও শিবচর ফায়ার সার্ভিস জানায়, গত বুধবার বিকেলে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের চরগাছিকান্দি গ্রামে শেখ বাড়িতে আগুন লাগে। অগ্নিকাণ্ডে হালিম শেখের বসতঘরসহ তিনটি ঘর, রিপন শেখের বসতঘরসহ দু’টি ঘর, সালাম শেখের বসতঘরসহ দু’টি ঘর, লিটন শেখের বসতঘরসহ দু’টি ঘর, সলেমান শেখের বসতঘরসহ দু’টি ঘর ও আসাদ আকনের বসতঘরসহ দু’টি পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে টাকা, স্বর্ণালঙ্কার, রবিশস্য, ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান জিনিসসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শিবচর ফায়ার সার্ভিসের ইস্টেশন ম্যানেজার শ্যামল বিশ^াস বলেন, অগ্নিকাণ্ডে বসতঘরসহ ১৩টি ঘর পুড়ে গেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

 


আরো সংবাদ



premium cement