০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


পূর্বধলায় হাতি দিয়ে চাঁদাবাজি

-

নেত্রকোনার পূর্বধলায় অভিনব কায়দায় হাতি দিয়ে চাঁদাবাজি চলছে। এত অতিষ্ঠ হয়ে পড়েছে পথচারী ও পূর্বধলা সদর বাজারসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। হাতি দিয়ে বাস, ট্রাক, সিএনজি এমনকি মোটরসাইকেল থামিয়ে নেয়া হচ্ছে টাকা। এমন চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার জনগণ।
মঙ্গলবার পূর্বধলা সদরে মধ্যবাজার, থানা রোড, স্টেশন রোড, পূর্বধলা-হোগলা সড়কে হাতি দিয়ে চাঁদাবাজির দৃশ্য সবার নজরে পড়ে। দেখা যায় বড় আকৃতির একটি হাতি। পিঠে বসে আছে আনুমানিক ২৫ বছর বয়সের এক যুবক। রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে শুঁড় উঁচু করে রাখে অনেক সময় গর্জন করে। এতে ভয়ে দোকান মালিক টাকা দিতে বাধ্য হন।
পথচারি রুবেল মিয়া জানান, হাতিকে ১০ টাকা দিতে হবে, কারণ হাতি শুঁড় দিয়ে চেপে ধরছে। ১০ টাকার কম দিলে তা নেয় না। ১০ টাকা দিলে হাতিটি পিঠে বসে থাকা মালিক শুঁড় উঁচিয়ে টাকা দিয়ে দেয়। তার পর অন্য আরেকজনকে আটকে দেয়।
পূর্বধলা বাজারের ব্যবসায়ী সিয়াম জানান, হাতি দোকানের সামনে এসে দাঁড়ালে ক্রেতারা ভয়ে দোকানে ঢুকতে সাহস পায় না। বিড়ম্বনা এড়াতে দোকান মালিকরা বাধ্য হয়ে টাকা দিয়ে দেন। যাতে হাতি তাড়াতাড়ি দোকানের সামনে থেকে চলে যায়। অন্য দিকে সড়কে চলাচলকারী যানবাহন থামিয়েও টাকা আদায় করছে হাতি। রাস্তায় যানবাহন থামিয়ে দেয়ায় দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। আতঙ্কিত হয় অনেক শিশু। এটা একটা ঠাণ্ডা মাথার চাঁদাবাজি বলে মনে করছে সাধারণ মানুষ।

 


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ ফরিদপুরে বৃষ্টিতে পাটচাষে সাশ্রয় হলো ৫০ কোটি টাকার জ্বালানি সিআইপি কার্ড পেলেন ১৮৪ ব্যবসায়ী হামাসের কায়রো ত্যাগ, যুদ্ধবিরতি চুক্তি মানবে না ইসরাইল! ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩১ পাবনায় পরাজিত প্রার্থীর অর্ধশত সমর্থকদের বাড়িতে হামলা, মুক্তিযোদ্ধাসহ আহত ৫ অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মৃত্যুতে মাগুরায় স্মরণ সভা সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ২ যুবকের যাবজ্জীবন রেডি টু কুক ফিশ বাজারজাতকরণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ এসওইগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ ১৭ ভরি স্বর্ণসহ আঙ্গুল কাটা গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

সকল