২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


পাকিস্তানের মসজিদে হামলায় নিন্দা জানিয়েছে তালেবান

পাকিস্তানের মসজিদে হামলায় নিন্দা জানিয়েছে তালেবান। - ছবি : সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারের মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনার নিন্দা জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

সোমবার (৩০ জানুয়ারি) আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার শহরের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় বহু মানুষের প্রাণহানি ও আহতের ঘটনায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান মসজিদে মুসল্লিদের ওপর হামলার নিন্দা করে। এছাড়া এই ধরনের কাজকে ইসলামী শিক্ষার পরিপন্থী বলে মনে করে। আমরা আল্লাহর কাছে নিহতদের জন্য ক্ষমা ও জান্নাত নসিবের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা নিহতদের পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি আমাদের সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি।’

উল্লেখ্য, পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে সোমবার (৩০ জানুয়ারি) আত্মঘাতী বোমা হামলায় ইমামসহ ৪৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫৭ জন। আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।


আরো সংবাদ



premium cement