২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আশার বাণী শোনালেন উত্তর কোরিয়ার নেতার বোন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সাথে হাত মেলাচ্ছেন কিম ইয়ো-জং। - ছবি : বিবিসি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন বলেছেন, দক্ষিণ কোরিয়া যদি কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নেয় তাহলে পিয়ংইয়ং সরকার শান্তি আলোচনা আবার শুরু করতে রাজি।

কিম ইয়ো-জংয়ের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন দক্ষিণ কোরিয়ার সরকার ওই উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের জন্য ডাক দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন সম্প্রতি জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটানোর আহ্বান জানিয়েছিলেন।

হঠাৎ জারি করা এক বিবৃতিতে কিম ইয়ো-জং একে ‘প্রশংসনীয় পরিকল্পনা’ বলে বর্ণনা করেন।

তিনি বলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে সিউল সরকার যদি কঠোর শত্রুতামূলক অবস্থান পরিত্যাগ করে - তাহলে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কোন্নয়ন নিয়ে পিয়ংইয়ং সরকারের সাথে আলোচনা হতে পারে।

কোরিয়ার যুদ্ধটি শেষ হয়েছিল ১৯৫৩ সালে। কিন্তু তা ঘটেছিল একটা যুদ্ধবিরতির মাধ্যমে। দুই দেশের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি।

ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি।

২০১৯ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়। কিন্তু ওই বৈঠকটি ফলপ্রসূ হয়নি।

তারপর থেকে মূলত দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করে।

প্রেসিডেন্ট মুন পিয়ংইয়ং সরকারের সাথে সম্পর্ক ভালো করতে এরপর বহুবার ওই যুদ্ধের অবসানের ডাক দিয়েছেন।

বিবিসির সিউল সংবাদদাতা লরা বিকার জানাচ্ছেন, কিম ইয়ো-জংয়ের বিবৃতিতে অনেকগুলো শর্ত রয়েছে এবং এই ঘোষণা এখনই দেয়া উচিত কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

কিন্তু তিনি যে তার বক্তব্যে আলোচনার কথা উল্লেখ করেছেন তাতেই দক্ষিণ কোরিয়ার বর্তমান সরকারের মধ্যে আশাবাদ তৈরি হবে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির ব্যাংক একীভূত করার প্রক্রিয়া কি হোঁচট খেল? ফেনীতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির প্রস্তাবিত ৩ ভেন্যু

সকল