১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬
`

ইকুয়েডরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪

- ছবি : সংগৃহীত

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বড় ধরনের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।

কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, দুর্যোগের কয়েক দিন পরেও নিখোঁজ বেশ কিছু লোকের মধ্যে জরুরি উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জীবিত কাউকে খুঁজে বের করার সম্ভাবনা কম হলেও উদ্ধারকারীরা রাজধানী কুইটো থেকে প্রায় তিন শ’ কিলোমিটার দক্ষিণে আলাউসি শহরের কিছু অংশে কাদা, মাটি ও গাছপালার নিচে চাপা পড়ে নিখোঁজ হওয়া ৬৭ জনের সন্ধানে তাদের অক্লান্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

খবর এএফপি’র।

দেশটির সেক্রেটারিয়েট ফর রিস্ক ম্যানেজমেন্ট (এসএনজিআর) জানিয়েছে, রোববার গভীর রাতে মুষলধারে বৃষ্টির পর পাহাড়ের একটি বিশাল অংশ ভেঙে পড়ে এবং প্রায় ৪৫ হাজার বাসিন্দার ওপর পড়ে কমপক্ষে ১৬৩টি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।

দুর্যোগ এলাকাটিতে ফেব্রুয়ারি থেকে অন্য ভূমিধসের কারণে হলুদ সতর্কতা জারি করা ছিল।

সরকার ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ২৪ হেক্টরের বেশি এলাকা জুড়ে তিনটি আশ্রয়কেন্দ্র খুলেছে এবং এলাকার বা তার কাছাকাছি প্রায় ছয় শ’টি বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে।

ঠিক এক সপ্তাহ আগে একই অঞ্চলে ভূমিকম্পে ১৫ জনের মৃত্যু হয়। সর্বশেষ ভূমিধসের পর উদ্ধারকারীরা এবং আটকে পড়াদের স্বজনরা দিন-রাত ধ্বংসস্তুপের মধ্য দিয়ে খনন কাজ চালিয়ে যাচ্ছেন।

কয়েক মাস ভারী বৃষ্টিপাতের পর সরকার গত সপ্তাহে দেশের ২৪টি প্রদেশের মধ্যে ১৩টিতে দু’মাসের জরুরি অবস্থা ঘোষণা করে। ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরায় ত্রাণ বিতরণের অনুমতি দিয়েছে সরকার।

দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো যতদিন প্রয়োজন ততদিন উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এসএনজিআর-এর তথ্য অনুসারে, বছরের শুরু থেকে ইকুয়েডরে ভারী বৃষ্টিপাতের কারণে ইতোমধ্যেই ২২ জনের মৃত্যু হয়েছে। ৭২টি বাড়ি ধ্বংস হয়েছে এবং রোববারের ভূমিধসের আগে ছয় হাজার নয় শ’টিরও বেশি বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement