২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


নাইজেরিয়ায় ৫০ নারীকে অপহরণ

- ছবি : ডয়চে ভেলে

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় এই ঘটনা ঘটেছে। এই অঞ্চলে বোকো হারাম এবং ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি আছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নাইজেরিয়ার বর্ণ অঞ্চলে কমপক্ষে ৪৭ জন মহিলাকে অপহরণ করা হয়েছে। তবে অভিযোগের তির ইসলামিক স্টেটের উপর। কয়েকদিন আগেই এই ঘটনা ঘটছে। কিন্তু নাইজেরিয়ার উত্তর-পূর্বের এই অঞ্চল এতটাই পিছিয়ে পড়া যে সেখান থেকে খবর আসতেও অনেক দিন সময় লেগেছে।

স্থানীয় সংবাদমাধ্যম আরো জানিয়েছেন, ‘বুধবার এ ঘটনার কথা জানাজানি হয়। প্রাথমিকভাবে ইসলামিক স্টেট ৫০ জন নারীকে অপহরণ করেছিল। এ সময় তিনজন নারী পালাতে সক্ষম হয়েছেন। তাদের কাছ থেকেই বাকিদের এবং অপহরণকারীদের বিবরণ পাওয়া গেছে।

স্থানীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ওই এলাকা ক্যামেরুন এবং চাদের সীমান্ত। সেখানে নারীরা জঙ্গলের কাঠ নিতে এসেছিল। এই সময়েই তাদের ঘিরে ধরে সন্ত্রাসীরা। তারা এমনভাবে গুলি চালাতে শুরু করে যে নারীরা বাধ্য হয় তাদের দিকে হাঁটতে। ওই সময়েই তিনজন নারী কোনোরকমে পালিয়ে বাঁচেন। ফালমাতা বুকার পালাতে পেরেছিলেন।

রয়টার্সকে তিনি জানিয়েছেন, ‘গুলি চালাতে চালাতে আমাদের ঝোপের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।’

এ বিষয়ে স্থানীয় মানুষ অবশ্য জানিয়েছেন, পঞ্চাশেরও বেশি নারীকে অপহরণ করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। স্পেশাল টাস্ক ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement