০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


পরাজয়ে জিম্বাবুয়ের পরেই বাংলাদেশ

২২ সিরিজে জিম্বাবুয়ের হার ১৬টিতে ; ২৫ সিরিজে বাংলাদেশের হার ১৬টিতে
-

পাকিস্তানের মাটিতে তিন ম্যাচ টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পরাজয়ের দিক থেকে এ সংস্করণে গত এক দশকে জিম্বাবুয়ের পরেই রয়েছে বাংলাদেশ দল।
টি-২০ সংস্করণে ২০১০ সাল থেকে ২৫টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এক ম্যাচের সিরিজ বিবেচনায় নিয়েই এ হিসেব। এর মধ্যে বাংলাদেশ হেরেছে ১৬টি সিরিজ। অর্থাৎ ৬৪ ভাগ সিরিজেই পরাজয় বাংলাদেশের। এ সময়ে দল জিতেছে ৪টি সিরিজ এবং বাকি ৫ সিরিজ ড্র। ২০১২ সালে আয়ারল্যান্ডে ৩-০, তার আগের বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ছাড়াও ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-২ এবং ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ১-০ জয় পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের জন্য একমাত্র সান্ত্বনা জিম্বাবুয়ে। এ দেশটি ২২টি সিরিজ খেলে হেরেছে ১৬টিতেই। অর্থাৎ কদিন পরেই বাংলাদেশ সফরে আসা জিম্বাবুয়ে বাড়াতে পারে তাদের জয়-পরাজয়ের সংখ্যা।
সংক্ষিপ্ত সংস্করণে গত এক দশকে সবচেয়ে উন্নতি করা দলটি আফগানিস্তান। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় সংস্করণে আফগানিস্তান দিন দিন যেমন উন্নতি করছে, বাংলাদেশ যেন ততই পিছিয়ে পড়ছে। সর্বশেষ প্রমাণ পাকিস্তানের মাটিতে টি-২০ সিরিজ। আগের দুই ম্যাচের পারফরম্যান্স বিচারে তৃতীয় ম্যাচটি বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। তৃতীয় ম্যাচটা পরিত্যক্ত হলেও এড়ানো যায়নি ধবলধোলাই। গত এক দশকে বাংলাদেশ দলের টি-২০ সিরিজ হারের খবর নতুন কিছু নয়।
এক দশকে ১৫টি সিরিজ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে তারা হেরেছে মাত্র ৩টি সিরিজ। মাত্র ২০ ভাগ সিরিজে হার। জিতেছে ১১ সিরিজ। ২০১৩ সালে আরব আমিরাতে কেনিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল আফগানিস্তান। তবে এ এক দশকে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান কিংবা বাংলাদেশ ছাড়া তেমন পরিচিত কোনো দলের মুখোমুখি হয়নি। আয়ারল্যান্ড, ওমান, স্কটল্যান্ড ও হংকংয়ের মুখোমুখি হয়েছে তারা। যদিও এসব দলের সাথে শক্তির পার্থক্যও তারা বুঝিয়ে দিয়েছে বেশির ভাগ সিরিজে হোয়াইটওয়াশ করে। বাংলাদেশ, আরব আমিরাত, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াস করেছে আফগানিস্তান। সিরিজের সব ম্যাচই হারিয়েছে।
বড় দলগুলোর পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় সবচেয়ে বেশি পরাজয় এড়িয়েছে ভারত। ৩৮ সিরিজ খেলে হেরেছে ১১টিতে। গত এক দশকে এ সংস্করণে ৩৩টি সিরিজ খেলে ১২টিতে হেরেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া তাদের সমানসংখ্যক সিরিজ খেলে হেরেছে ১৪টিতে। উপমহাদেশের দলগুলোর মধ্যে শ্রীলঙ্কা ৩৬ সিরিজ খেলে হেরেছে ১৮টিতে। পাকিস্তানের ৪৪ সিরিজে হার ১৬টি। ৩২টি সিরিজ খেলে ১১টিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড তাদের চেয়ে একটি সিরিজ বেশি খেলে হেরেছে ১৪ সিরিজে। টি-২০ বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ৩৮টি খেলে হেরেছে ২০টিতে।


আরো সংবাদ



premium cement