২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


‘ইশান্ত-উমেশের’ প্রেমে পড়েছেন সাদমান-ইমরুল

-

ইন্দোরে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ স্বাগতিক বাংলাদেশের ব্যাটসম্যানরা। তৃতীয় দিনেই ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে টেস্টটি হেরে বসে টাইগাররা। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝেও স্পট লাইটে আছেন দলের দুই ওপেনার সাদমান ইসলাম ও ইমরুল কায়েস।
কাকতালীয়ভাবে টেস্টের দুই ইনিংসেই ৬ রান করে করেন এই বাঁ হাতি ব্যাটসম্যান; অর্থাৎ প্রথম ইনিংসে সাদমান ৬, ইমরুল ৬। দ্বিতীয় ইনিংসেও একই অবস্থা দু’জনের। সাদমান ৬, ইমরুল ৬।
আবার দুই ইনিংসে একই বোলারের ডেলিভারিতেই আউট হন সাদমান-ইমরুল। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ ওভারের প্রথম বলে ইমরুলকে বোল্ড করেন ভারতের পেসার উমেশ যাদব। আর সপ্তম ওভারের শেষ বলে সাদমানকে বোল্ড করেন ভারতের আরেক পেসার ইশান্ত শর্মা। প্রথম ইনিংসেও উমেশ-ইশান্তের ডেলিভারিতে আউট হয়েছিলেন সাদমান-ইমরুল। তবে প্রথম ইনিংসে ভারতীয় ফিল্ডারদের ক্যাচ দিয়ে আউট হন তারা। তাই ইন্দোর টেস্টে সাদমান-ইমরুলের আউটের ধরন ও একই রানে আউট হওয়ায় রেকর্ড বইয়ে ‘মজার’ তালিকায় লিপিবদ্ধ হতেই পারে।


আরো সংবাদ



premium cement