২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

-

স্ট্রাইকার আল-আমিন রহমানের হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশের যুবারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল রোববার বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে লঙ্কানদের। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫-২ গোলে হারিয়েছিল ভুটানকে। টানা দুই জয়ে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট।
পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩২ মিনিটে গোল পেয়ে যায় বাংলাদেশ। মধ্যমাঠ থেকে বল পেয়ে বাঁ প্রান্ত দিয়ে শ্রীলঙ্কার সীমানায় ঢুকে পড়ে বাঁ পায়ের শটে গোল করেন আল-আমিন রহমান।
১০ মিনিট পর বাংলাদেশকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন রাকিবুল ইসলাম। মধ্যমাঠ থেকে বল পেয়ে এক প্রচেষ্টায় প্রতিপক্ষের তিনজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বাঁ পায়ের কোণাকুণি শটে শ্রীলঙ্কার জালে বলকে জমা করেন রাকিবুল ইসলাম।
প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার ১ মিনিট আগে বাংলাদেশকে আবারো গোলের আনন্দে মাতিয়ে তোলেন আল-আমিন রহমান। বাঁ প্রান্ত দিয়ে সতীর্থের কাছ থেকে পাওয়া বল আয়ত্তে রেখে প্রতিপক্ষের সীমানায় ঢুকে বাঁ পায়ের শটে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানান তিনি। ফলে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরতে না ফিরতে আবারো গোলের স্বাদ নেয় বাংলাদেশ। ৪৮ মিনিটে শ্রীলঙ্কার সীমানার কাছাকাছি থেকে লম্বা থ্রো থেকে হেডে গোল করে শ্রীলঙ্কার জালে এক হালি গোল পূর্ণ করেন আল মিরাদ। ফলে ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে বাংলাদেশের চতুর্থ গোলের কিছুক্ষণ পরই প্রথম গোলের দেখা পায় শ্রীলঙ্কা। ৫০ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে শ্রীলঙ্কাকে প্রথম গোলের স্বাদ দেন মিহরান।
শ্রীলঙ্কার কাছে প্রথম গোল হজমের পরও প্রতিপক্ষের ওপর চাপ অব্যাহত রেখেছিল বাংলাদেশ। ৫৮ মিনিটে পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। সেই পেনাল্টি থেকে গোল করেন আল-আমিন রহমান। আর এই গোলের মাধ্যমেই হ্যাটট্রিক পূর্ণ করেন আল-আমিন। তার হ্যাটট্রিকে ৫-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এতেই নিশ্চিত জয়ের পথ দেখে ফেলে বাংলাদেশ।
তার পরও গোলের জন্য মরিয়া ছিল বাংলাদেশ। ৬৭ মিনিটে সতীর্থের মাইনাস থেকে শ্রীলঙ্কার পেনাল্টি স্পটের খুব কাছ থেকে গোল করেন গোলাম রাব্বি। এই গোলের রেশ কাটতে না কাটতে আবারো গোল করেন আল-আমিন। ৭১ মিনিটে নিজের চতুর্থ ও শ্রীলঙ্কার জালে শেষবারের মতো গোলের পেরেক ঠুকে দেন আল-আমিন।
পরপর দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিতের খুব কাছে লাল-সবুজ জার্সিধারী বাংলাদেশের কিশোররা। স্বাগতিক ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশসহ পাঁচ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের শীর্ষ পয়েন্টধারী দুই দল ফাইনাল খেলবে। আগামী ২৭ আগস্ট নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।


আরো সংবাদ



premium cement
কলকাতার রাস্তায় চাকরি হারানো শিক্ষকরা শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম

সকল