২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দুর্দান্ত সূচনাতেই জয়োৎসব

-

ভারতীয় টপঅর্ডার গুঁড়িয়ে দেয়ার সাফল্য নিউজিল্যান্ডের জয়োৎসবে ‘এক্স ফ্যাক্টর’ ভূমিকা রেখেছে বলেই অভিমত ব্যক্ত করেছেন পেসার ম্যাট হেনরি। ক্রীড়াতে ‘অতীত’ কোনো বিষয় নয় বলেও জানান কিউইদের সেমিফাইনাল জয়ের অন্যতম এই নায়ক। বুধবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের শেষ চারের লড়াইয়ে জয়োৎসব শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ সব কথা জানান।
হেনরি বলেন,‘ টপঅর্ডারকে টার্গেটে নিয়েই আমরা ফিল্ডিংয়ে নেমেছি। তাদের চাপে ফেলার প্রশ্নে অন্য কোনো বিকল্পও ছিল না আমাদের হাতে। ভারতীয় ব্যাটিং বিভাগ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ। দ্রুততম সময়ে দলটির ওপেনিং জুটি ভেঙে দেয়ার সাফল্য আমাদের আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছে দেয়। বল হাতে জ্বলে ওঠার সব রসদই ছিল পিচের চরিত্রের মধ্যে। কিন্তু মাঠে গেমপ্ল্যান বাস্তবায়নের অত্যন্ত কঠিন হিসেবে উদ্ভাসিত হয়েছে। তবে আমরা সর্বোচ্চ উজাড় করে দেয়ার ক্ষেত্রে পারফেক্ট একটি সেমিফাইনাল উপহার দিয়েছি।’
ভারতীয় ইনিংসের প্রথম ৪৫ মিনিট বল হাতে বিধ্বংসী চিত্রনাট্যের জন্ম দেন কিউই পেস ইউনিট। নতুন বলে ম্যাট হেনরি ও বোল্টের যৌথ তাণ্ডবে খরকুটোর মতোই উড়ে যায় কোহলি অ্যান্ড কোংয়ের টপঅর্ডার। ২৩৯ রান চেজের মিশনে ৫ রানেই শীর্ষ ৩ ব্যাটসম্যানকে হারায় ভারত। দলীয় ২৪ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন দিনেশ কার্তিক। লো-অর্ডারে জাজেদা ও ধোনির লড়াকু নৈপুণ্য সত্ত্বেও শুরুতে বিপর্যস্ত ফেবারিট ভারত শেষ পর্যন্ত ব্যর্থ হয় ঘুরে দাঁড়াতে। তারা ১৮ রানের অপ্রত্যাশিত হারে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট শিকারে সেমিফাইনালের সমাপ্তি ম্যাট হেনরি। রোহিত শর্মা-লকেশ রাহুল ও কার্তিতের উইকেট দখলের সুবাদে ম্যাচসেরাও হন কিউই পেসার। শেষ চারের হাইভোল্টেজ খেলায় বল হাতে তার অনবদ্য নৈপুণ্য মুখ্য ভূমিকা রেখেছে শিরোপা ফেবারিট ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের অসাধারণ এক জয়োৎসবে। রাউন্ড রবিন লিগের শেষ তিন ম্যাচে একটানা পরাজয়ের দুঃস্বপ্ন দলটি পেছনে ফেলেছে আইসিসির নেট রান রেট হিসেবের বদৌলতে। পয়েন্টে পাকিস্তানের সমান হলেও নেট রান রেটে এগিয়ে থাকা নিশ্চিত তাদের সেমির প্রতিনিধিত্ব।
হেনরি বলেন, ‘ অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা এগিয়েছি। তবে কখনো আত্মবিশ্বাস হারাইনি। কারণ আমাদের ড্রেসিংরুমে রয়েছেন অনেক ম্যাচ উইনার। মূলত অতীতে কি ঘটেছে তা ক্রীড়াতে একেবারেই মূল্যহীন। একমাত্র নির্দিষ্ট দিনের পারফরম্যান্সই চূড়ান্ত করে দেয় সাফল্য-ব্যর্থতার চিত্রনাট্য।’


আরো সংবাদ



premium cement
ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব শিরোপার আরো কাছে রিয়াল মাদ্রিদ গাজানীতির প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

সকল