৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


জাতীয় দল না হওয়া পর্যন্ত লেগে থাকব : নান্নু

-

পদবি সহকারী পরিচালক। নাম তারিকুজ্জামান নান্নু। ক্রীড়া পরিদফতরে রাত ৮টা পর্যন্ত অফিস করেন। জেলা শহর থেকে আসা বিভিন্ন ক্রীড়া অফিসারদের কথা শোনেন। সাধ্যমতো সাহায্য-সহযোগিতাও করতে চেষ্টা করেন। এরি মধ্যে দুই বছরের প্রচেষ্টায় গঠন করলেন মহিলা হকি দল। এখন আবার বলছেন যতক্ষণ না জাতীয় মহিলা হকি দল গঠন হয় ততক্ষণ পর্যন্ত লেগে থাকবেন। অনেকেই বলছেন কিভাবে এত এনার্জি পায় লোকটি।
নিজে হকি খেলোয়াড় ছিলেন বলেই এ দিকটায় একটু বেশিই মনোযোগ। এনার্জির উৎসও হকি। তার ইচ্ছেতেই মহিলা হকি আলোর মুখ দেখেছে। ক’দিন আগেই ঢাকা একাদশ নামে মহিলা হকি দলটি তিন ম্যাচের সিরিজ খেলল কলকাতা ওয়ারিয়র্সের বিপক্ষে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলতে আসা বিদেশী দলটিকে হারাল ২-১-এ। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জয়ী হয় যথাক্রমে ২-০ ও ৩-০ গোলে। তৃতীয় ম্যাচে হারতে হয় ০-১ গোলে। বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) পরে যুক্ত হলে সুন্দর সুচারুভাবে সম্পন্ন হয় সিরিজটি। বাহফে বিদেশীদের থাকা-খাওয়া ও সাইট সিয়িংয়ের ব্যবস্থা করে।
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নান্নু বলেন, ‘সুন্দরভাবে একটা কার্য সম্পাদন করলাম। বাহফে, ঢাকা জেলা ক্রীড়া সংস্থাসহ ব্যক্তিগতভাবে যারা সহযোগিতা করেছেন সবার কাছে কৃতজ্ঞ। সবার প্রচেষ্টায় বাংলাদেশের মহিলা হকিতে একটি ইতিহাস রচিত হলো। এবার অপেক্ষা জাতীয় মহিলা হকি দলের। যতক্ষণ না জাতীয় দল গঠন হয় ততক্ষণ পর্যন্ত লেগে থাকব।’
পরবর্তী করণীয় সম্পর্কে এই সংগঠক জানান, ‘কোচ হেদায়েতুল ইসলাম রাজীবসহ গতকাল মহিলা খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের তালিকা তৈরি করেছি। সিরিজ চলাকালীন সময়ে তাদের কী কী ভুল ছিল সেগুলো ফাইন্ড আউট করা হয়েছে। সেগুলো শুধরে নিতে স্থানীয় কোচ যেমন খুলনায় হাসান রনি, কিশোরগঞ্জে রিপেল ও গোলরক্ষক হিমেল, ঠাকুরগাঁয়ে সাবেক জাতীয় দলের কিপার ওসমান গনির কাছে পাঠানো হয়েছে। তারা ওই বিষয়গুলো নিয়ে মেয়েদের ডেভেলপমেন্টে কাজ করবে। রাজীব ও আমি ওই জেলাগুলোতে গিয়ে ফলো আপ করব।’
সিরিজ থেকে অনেক প্রাপ্তি রয়েছে বলেও জানান নান্নু, ‘জাতীয় প্রতিযোগিতায় তারা শুধুই খেলেছে। এখানে ক্যাম্প করার ফলে বেসিক জ্ঞান বেড়েছে। অ্যাডভান্সড টিপসগুলো নিতে পেরেছে। আশ্চর্যের বিষয় হলো অ্যাডভান্সড টিপসগুলো একজন পরিপূর্ণ হকি খেলোয়াড়ই নিতে পারে না। অথচ মেয়েরা ঠিকই সেগুলো রপ্ত করতে পেরেছে। টেকনিক্যাল-টেকটিক্যাল দিকগুলো তারা সহজেই বুঝতে পেরেছে। এটি একটি ভালো লক্ষণ। সিরিজে তারা গোছানো খেলা খেলতে পেরেছে। এখন বাহফের কাজ হলো এদের জাতীয় দলের আওতায় এনে নার্সিং করা। কলকাতার ওরা হয়তো ডিসেম্বরে আমাদের আমন্ত্রণ জানাতে পারে। তখন এটিও হবে একটি ইতিহাস। তবে যাওয়ার আগেও দরকার সপ্তাহখানেকের ক্যাম্প।’


আরো সংবাদ



premium cement
ট্রেনে বন্ধুর ব্যাগ তুলে দিতে গিয়ে প্রাণ গেল কিশোরের গাজা উপকূলে বন্দর নির্মাণের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্র মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই : রিজভী রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জাতীয় কমিটির ব্যারিস্টার খোকনের অব্যাহতিপত্র প্রত্যাহার বড়াইগ্রামে পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫ ‘৭ জানুয়ারি নৌকার প্রার্থীকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি’ যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়ার শিক্ষার্থীদের অস্বীকৃতি দোয়ারাবাজারে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার খালিস্তানিদের পাশে থাকার বার্তা ট্রুডোর, উদ্বেগ ভারতের

সকল