১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫ - সংগৃহীত

পেরুর উত্তরাঞ্চলে একটি পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ২৫ জন নিহত এবং অনেক লোক আহত হয়েছে।

সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।

স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেন, কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে গর্তযুক্ত ও ভাঙাচোরা রাস্তায় রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর একটি গহ্বরে পড়ে যায়।

প্রাথমিক হিসাবে ২৩ থেকে ২৫ জনের মৃত্যুর কথা জানানো হয়।

পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়ে এবং আরোহী কয়েকজন পানিতে ভেসে যায়।

উদ্ধারকারী এবং দমকলকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সেলেনডিন পৌরসভা ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করেছে। অনেক মানুষ দুর্ঘটনাস্থলের কাছে একটি পুলিশ স্টেশনে জড়ো হয়েছে, তারা অনেকে প্রিয়জনের জন্য কাঁদছিল।

দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রাস্তায় চলাচলের সঙ্কেতের অভাব এবং ট্রাফিক নিয়মের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

গত বছর, দেশটিতে ট্রাফিক দুর্ঘটনায় তিনি ১০০ জনেরও বেশি মৃত্যু নিবন্ধিত হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement