২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্রথম বাংলাদেশী হিসেবে ২৫০ উইকেট মাশরাফির

-

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গত পরশু রাতে এশিয়া কাপের ১৪তম আসরে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানে ২ উইকেট নেন মাশরাফি। এই ম্যাচের মাধ্যমে প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেট শিকারের কীর্তি গড়েন টাইগার নেতা। নিজের ১৯৪তম ম্যাচে এ মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। ২০০১ সালে ওয়ানডে অভিষেক হওয়া মাশরাফি বাংলাদেশের জার্সি গায়ে ২৪৯ উইকেট শিকার করেন। অন্য একটি এশিয়া একাদশের হয়ে। দেশের পক্ষে ছাড়াও এশিয়া একাদশের হয়ে ক্যারিয়ারে দু’টি ম্যাচ খেলেছেন তিনি। ওই দু’ম্যাচ থেকে এক উইকেট নেন মাশরাফি। ফলে ওয়ানডে ফরম্যাটে তার সর্বমোট শিকার ২৫০টি।
মাশরাফির পর বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ শিকারি অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১৯২ ম্যাচে ২৪৪টি উইকেট নেন তিনি। জাতীয় দলের বাইরে অন্য কোনো ম্যাচ খেলেননি সাকিব।

 

 


আরো সংবাদ



premium cement