১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


কোরিয়া যাচ্ছে হকি দল

-

এশিয়ান গেমসে যাওয়ার আগে প্রাকটিস ম্যাচের কোনো অপূর্ণতা রাখতে চাচ্ছে না বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। আগে যেমন প্লেয়ার এবং কোচিং স্টাফরা প্রাকটিস ম্যাচের অজুহাত দেখাতেন, এবার সেটি থেকে বেরিয়ে এসেছে বাহফে। কোনো আসরের আগে প্রাকটিস ম্যাচের বিকল্প নেই সেটি অনুধাবন করেই বাহফের এই প্রচেষ্টা। ভারত সফরের পর কমান্ডো ট্রেনিং। এবার ২২ সদস্যের দল ২৪ জুলাই রাতে যাচ্ছে কোরিয়া। সেখানে তারা ৫টি অনুশীলন ম্যাচ খেলবে।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে ভারতে ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু সব ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করেছে লাল-সবুজের দল। ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৪-০ ও ৬-৩ এবং ‘এ’ দলের কাছে ৬-০, ৭-০, ৫-২ ও ৫-১ গোলে হার মেনেছে তারা। ৩৩ গোল হজমের বিপরীতে শোধ দিতে পেরেছে মাত্র ৬টি গোল। টানা ছয়টি ম্যাচে হারলেও প্রস্তুতি ম্যাচ হলো শিক্ষা নেয়ার ম্যাচ। এখানের ভুলগুলো থেকেই পরবর্তীতে ভালো করার আশাবাদ কোচ ও খেলোয়াড়দের।
দলটি নিয়ে আশাবাদী কোচ গোবীনাথান কৃষ্ণমুর্তিও। ‘ভারতে ছয়টি ম্যাচ খেলার পর বুঝতে পারছি, আমাদের অবস্থান কোথায়, কোন জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আসলে শক্তিশালী দলের বিপক্ষে না খেললে দুর্বলতা চিহ্নিত করা কঠিন। বড় দলের বিপক্ষে যে ভয় ছিল সেটি দূর হয়েছে। খেলোয়াড়রা এক্ষেত্রে উন্নতি করেছে। তাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মেছে। পেনাল্টি কর্নার, ডিফেন্স, ট্যাকলিং, পাসিং, রিসিভিং এবং গোল স্কোরিং নিয়ে কাজ করছি। এশিয়ান গেমসের আগে ৪০ দিনের মতো হাতে আছে। আশা করি, এই সময়ের মধ্যে দলকে গুছিয়ে নিতে পারবো।’
ভারত থেকে ফিরলে মানসিক ভয়কে জয় করতে করানো হয় কমান্ডো ট্রেনিং। জাতীয় হকি দলের খেলোয়াড়দের জন্য এই অভিজ্ঞতা একেবারেই নতুন। গাজীপুরের রাজেন্দ্রপুরে বিমানবাহিনীর ৪১ নং স্কোয়াড্রনে তিন দিনের প্রশিক্ষণে কঠোর পরিশ্রম হলেও খেলোয়াড়রা রোমাঞ্চিত। কষ্টেই এই প্রশিক্ষণে ছিল কয়েক কিলোমিটার হাঁটা, জুডো, সাঁতারসহ অনেককিছু। খেলোয়াড়রা স্বীকার করেছেন তিন দিনের কমান্ডো ট্রেনিং তারা মানসিকভাবে দৃঢ় হয়েছেন। এই অভিজ্ঞতা টার্ফে প্রতিপক্ষকে বশ করতে বেশ কাজে দেবে।
এবার কোরিয়া সফর থেকে আরো চাঙা হয়ে ফিরবে দল। এমন প্রত্যাশাই হকিপ্রেমিদের। প্রচণ্ড গরমের মধ্যে তাদের অনুশীলনে যে প্রত্যয় ছিল সেটির সর্বোচ্চ ব্যবহারই হবে কোরিয়ায়। সেখান থেকে ফিরে এশিয়াডে ভালো কিছু করার বাসনায় ইন্দোনেশিয়া যাবে বাংলার হকি দল।
কোরিয়াগামী বাংলাদেশ স্কোয়াড : অসীম, নিপ্পন, চয়ন, পিন্টু, খোরশেদ, শিটুল, আশরাফুল, সবুজ, সারোয়ার, রোমান, নাঈম, রাব্বি, জিমি, মিমো, মিলন, কৌশিক, আরশাদ ও রানা। টিম লিডার রাফিউল হক, টেকনিক্যাল ম্যানেজার মোস্তবাজামান, ম্যানেজার মো: ইউসুফ ও কোচ গোবীনাথান কৃষ্ণমুর্তি।
স্ট্যান্ডবাই : ইমন, বিপ্লব কুজুর, নিলয়, শিশির, মাহবুব ও রাজিব দাস।

 


আরো সংবাদ



premium cement