০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি পুরপুরি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি পুরপুরি বন্ধ - ছবি : সংগ্রহ

দেশে চালের আমদানিতে আমদানি শুল্ক বাড়ানোর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি পুরোপুরি বন্ধ হয়েছে। ফলে সকাল থেকে চাল বোঝায় কোন ট্রাক ভারত থেকে দেশে প্রবেশ করেনি।

বুধবার চালের আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে বাড়িয়ে শুল্ক ৫৫ শতাংশ নির্ধারণ করে সরকার। এর মধ্যে রয়েছে- কাষ্টমস ডিউটি ২৫ শতাংশ, রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ, এবং অগ্রিম আয় কর ৫ শতাংশ।

হিলি কাষ্টমনের রাজস্ব কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, সরকারের নির্দেশনার একটি কপি হিলি কাষ্টমসে এসে পৌঁছেছে। এখন থেকে আমদানিকৃত চালের নতুন নির্ধারিত শুল্কেই শুল্কায়ন করা হবে। তিনি জানান চালের বর্ধিত রাজস্ব ঘোষণার পর বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোন প্রকার চাল আমদানি হয়নি।

জানাগেছে, এর আগে এই বন্দর দিয়ে মোটা ও মাঝাড়ি জাতের স্বর্ণা, রত্না চাল আমদনি পুরোপুরি বন্ধ থাকলেও মিহি জাতের শম্পাকাটারি চাল সামান্য পরিমাণে ভারত থেকে আমদনি হতো।

হিলি স্থলবন্দরে বে-সরকারি অপারেটর পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন গড়ে এক শ' থেকে ১২০ টন চিকন জাতের শম্পাকাটারি চাল ভারত থেকে আমদানি হতো এই বন্দর দিয়ে। বুধবার চালের আমদানি শুল্ক বাড়ানোর পর বৃহস্পতিবার থেকে তাও বন্ধ হয়ে গেলো।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক রাশেদুল ইসলাম রাশেদ জানায়, চালের বিদ্যমান ৫৫ শতাংশ শুল্কে কোনো আমদানি কারক চাল আমদানি করে লাভবান হতে পারবে না। তাই দেশে চাল আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেলো।
সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, দেশের কৃষকদের সার্থে এটি একটি ভালো উদ্যোগ। আরো এক মাস আগে শুল্ক আরোপ করা হলে কৃষকের জন্য আরো ভালো হতো।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এগিয়ে থাকলেও জাতীয় দলের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট বিসিবি সভাপতি জার্মানির স্কুলে সহিংসতা বাড়ছে কেনিয়ায় বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ২২৮ ইসলামপুর পৌর মেয়রকে বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত চট্টগ্রামে কালবৈশাখীর ছোবল’ ৩ ঘণ্টার বৃষ্টিতে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা শরীয়তপুরে বজ্রপাতে ২ নারীসহ ৩ জনের মৃত্যু সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১১ মে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল পটিয়ায় গাড়ির চাপায় অটোরিকশাচালক নিহত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আপাতত সিদ্ধান্ত নেই : জনপ্রশাসন মন্ত্রী

সকল