১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


রংপুরে এইচএসসি ফেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

-

রংপুর মহানগরীর উত্তম এলাকার পুরাতন রেডিও সেন্টার এলাকা থেকে আজ শুক্রবার সকালে এইচএসি ফেল করা মনোয়ার হোসেন নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মনোয়ার দিনাজপুরের খানসামার তাঁতিচন্ডিপাড়া গ্রামের আবদুল মালেকের পুত্র।

কোতোয়ালী থানার ওসি তদন্ত মোখতারুল ইসলাম ইসলাম জানান, শুক্রবার সকালে নগরীর উত্তমের রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশের একটি জমি থেকে মনোয়ারের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর তার প্যান্টের পকেট থেকে মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। সেই মোবাইল ওপেন করলে সেই ফোনে নিহতের বড় ভাইয়ের ফোন আসে। এরপর তার বড় ভাই পুলিশকে জানায়, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফলাফলে মনোয়ার ফের করে। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজছিলাম। তার ফোনটি বন্ধ করা ছিল।

লাশ উদ্ধারকারী কোতয়ালী থানার এসআই মনোয়ার হোসেন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরিবারের লোকজনকে জানানো হয়েছে। তারা লাশ নিতে এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement

সকল