২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কোকোর মৃত্যুবার্ষিকীতে কী কর্মসূচি নিয়েছে বিএনপি

মা বেগম খালেদা জিয়ার সাথে আরাফাত রহমান কুকু (ডানে) - সংগৃহীত

গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সেভাবে কোন কর্মসূচী পালন করেনি। এরমাঝেই দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী সামনে এসেছে। এই অবস্থায় বিএনপি কি কর্মসূচী গ্রহণ করে সেটা নিয়ে কৌতুহল সৃষ্টি হয়েছে।

তবে তলটির পক্ষ থেকে বলা হয়েছে, ২৪ জানুয়ারি দিনটি উপলক্ষে দলীয় ও পারিবারিকভাবে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে কোকোর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ-দোয়া এবং কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীরসহ আত্মীয়স্বজন ও দলের সিনিয়র নেতারা এতে শরিক হবেন।

এছাড়া বেলা ১১ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ-মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরাফাত রহমান কোকোর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। পরে ২৮ জানুয়ারি তার মরদেহ দেশে আনা হয়। ওইদিনই বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।


আরো সংবাদ



premium cement